ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে সরিয়ে দিচ্ছে আইসিসি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে সরিয়ে দিচ্ছে আইসিসি!

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পরবর্তী সভায় নির্ধারণ করা হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এর সদর দপ্তর কোথায় হবে! নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা এই গুমর তথ্যটি ফাঁস করে দিয়েছেন।

আইসিসি পুনর্গঠন প্রক্রিয়ার বিষয়টিকে সামনে এনে এসিসি’র সদর দপ্তর পরিবর্তন করার চিন্তা ভাবনা করছে বলে জানা যায়।

আইসিসির চাপে প্রায় অচল এ সংস্থাটিকে এবারে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পায়তারা করছে আইসিসি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঔ কর্মকর্তা বলেন, এসিসি’র সদর দপ্তর পরিবর্তন করেই আইসিসি থেমে থাকবে না। তারা চায় এসিসি’র অফিসিয়াল স্টাফদেরও পরিবর্তন করতে। প্রজেক্টের উন্নতির কারণ দেখিয়ে এসিসি’র স্টাফ পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারে আইসিসি।

তবে, আইসিসি এখনও তাদের কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। দুবাইয়ের পরবর্তী সভায় এ নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ১২ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।