ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গেইল, কোহলি, ভিলিয়ার্সদের হারালেন ওয়ার্নার-ধাওয়ান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
গেইল, কোহলি, ভিলিয়ার্সদের হারালেন ওয়ার্নার-ধাওয়ান

ঢাকা: আইপিএলের অষ্টম ম্যাচে সহজ ও বড় জয় পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮ উইকেট হারিয়েছে ডেভিড ওয়ার্নারের হায়দ্রাবাদ।



আগে ব্যাটিং করা ব্যাঙ্গালোর তারকাসমৃদ্ধ ব্যাটসম্যান নিয়েও নির্ধারিত ওভারের শেষ বলটি মোকাবেলা করতে পারেনি। অলআউট হওয়ার আগে বিরাট কোহলির দলটি করে ১৬৬ রান। দলের হয়ে সর্বোচ্চ রান আসে এবিডি ভিলিয়ার্সের ব্যাট থেকে। মাত্র ২৮ বলে ৫ চার আর দুই ছয়ে ৪৬ রান করেন ভিলিয়ার্স।

এছাড়া ওপেনার ক্রিস গেইল ১৬ বলে ২১ রান, আরেক ওপেনার কোহলি ৩৭ বলে ৪টি চার ও দুটি ছয়ে করেন ৪১ রান করেন।

হায়দ্রাবাদের হয়ে ট্রেন্ট বোল্ট ৩টি আর ভুবনেশ্বর কুমার এবং রবি বোপারা দুটি করে উইকেট নেন।

১৬৭ রানের টার্গেটে নেমে ১৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দ্রাবাদ। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার আর শিখর ধাওয়ান মাত্র ৪৭ বলে ৮২ রানের জুটি গড়েন। ওয়ার্নার ২৭ বল খেলে ব্যাটে ঝড় তুলে করেন ৫৭ রান। তার ইনিংসে ছিল ৬টি চার আর ৪টি ছক্কার মার।

তিন নম্বরে নামা কেন উইলিয়ামসন ৫ রান করে সাজঘরে ফেরেন। তবে, ক্রিজে থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ধাওয়ান এবং লোকেশ রাহুল। ধাওয়ান ৪২ বলে ৪টি চার আর দুটি ছক্কায় করেন অপরাজিত ৫০ রান। রাহুলের অপরাজিত ৪৪ রানের (২৮ বলে) ইনিংসে ছিল ৪টি চারের সাথে একটি ছয়।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন হায়দ্রাবাদ দলপতি ওয়ার্নার।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ১৪ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।