ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফিল্ডিংয়ে বাড়তি মনযোগ টাইগারদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
ফিল্ডিংয়ে বাড়তি মনযোগ টাইগারদের ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মিরপুরের হোম অব ক্রিকেটের আকাশটা তখন খুব ভারী। বৈশাখের প্রথম দিনটিতে বৃষ্টি যেন কাঙ্ক্ষিতই ছিল।

তবে সে বৃষ্টি বাঁধা হতে পারেনি বাংলাদেশ দলের অনুশীলনে।

বুধবার পাকিস্তানের বিপক্ষে অনুশীলন ম্যাচ বিসিবি একাদশের। বিসিবি’র এই দলটির পাঁচ ক্রিকেটার আবার জাতীয় দলের সদস্য।

তাই মঙ্গলবারের অনুশীলনটা গুরুত্বপূর্ন ছিল দলের জন্য।   হালকা ওয়ার্ম-আপের পরই কঠোর ফিল্ডিং অনুশীলন। টাইগারেদের ফিল্ডিং অনুশীলনে খেটেছেন বাংলাদেশের পুরো কোচিং স্টাফ। ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের সঙ্গী হয়েছিলেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, স্পিন কোচ রুয়ান কালপাগে ও পেস বোলিং কোচ হিথ স্ট্রিক।

এক একটি সেটে তিনবার করে বল ধরতে হয়েছে তামিম, মুশফিক, মাশরাফিদের। ফিল্ডিং অনুশীলনে ছিল নতুনত্ব। কোচিং স্টাফদের ছুড়ে মারা বলে প্রথমে ডানে-বায়ে ঝাঁপিয়ে বলের গতি থামিয়ে স্টাম্পে জোর গতিতে গজ দশেক দূরে পুতে রাখা স্টাম্পে থ্রো করেছেন। সঙ্গে সঙ্গেই এমন আরো কয়েকটি সেট।  

ফিল্ডিং অনুশীলন সেরে ইনডোরে ব্যাটিং-বোলিং অনুশীলন সেরেছেন ক্রিকেটাররা। এর আগে দুপুরে মিরপুরের একাডেমী মাঠে অনুশীলন করে পাকিস্তান ক্রিকেট দল।

আগামী শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ১৪ এপ্রিল ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।