ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিংস ইলেভেন বিক্রি হচ্ছে না: প্রীতি জিনতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
কিংস ইলেভেন বিক্রি হচ্ছে না: প্রীতি জিনতা ছবি : সংগৃহীত

ঢাকা: আইপিএলের অষ্টম আসরে এসে কিংস ইলেভেন পাঞ্জাবকে নিয়ে যে গুঞ্জন উঠেছে তা উড়িয়ে দিলেন দলটির আংশিক মালিকানা থাকা বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। তিনি আরও জানিয়েছেন, চলতি আসরে তার দল ভালো করবেই।



টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রীতি বলেন, আমার দলটি নিয়ে গুজব রটেছে আমরা নাকি লোকসানের কারণে দলটি বিক্রি করে দিচ্ছি। এটা মোটেও সত্য ঘটনা নয়।

এ সময় তিনি আরও বলেন, আইপিএল থেকে দল যথেষ্ট লাভ করছে৷ ক্রিকেটাররা ভালো খেলে চলেছেন৷ তাই দল বিক্রির প্রশ্নই উঠছে না৷ দলে রয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার তারকা, ভারতের তারকারাও নিজেদের সেরা দিয়ে খেলে চলেছেন।

গত মৌসুমে প্রীতির দল পাঞ্জাব ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হেরে রানার্সআপ হয়। পুরো মৌসুম ভালো খেলেও সেবার শিরোপা নিতে পারেনি গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল জনসনদের নিয়ে গড়া দলটি।

এবারে দলের লক্ষ্য কি-এমন প্রশ্নের জবাবে প্রীতি বলেন, গতবার ভালো খেলেও ফাইনালে আমরা সেরাটা দিতে পারি নি। আর হার-জিত খেলারই অংশ। এবারের আসরেও আমাদের মূল লক্ষ্য শিরোপা জেতা। চলতি আসরে একটি ব্যালান্সড দল আমরা খেলাচ্ছি। আমি আশা করছি সব কিছু ঠিক থাকলে আমরা লক্ষ্যে পৌঁছতে পারব।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ১৪ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।