ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিংয়ে পাকিস্তান, বিসিবি একাদশে নাসিরের বদলি তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
ব্যাটিংয়ে পাকিস্তান, বিসিবি একাদশে নাসিরের বদলি তামিম ছবি : শোয়ের মিথুন/বাংলানিউজটোয়েটিফোর.কম

ফতুল্লা থেকে:  খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান। এখন পর্যন্ত টাইগার বোলাররা প্রতিপক্ষের উইকেটের পতন ঘটাতে পারেনি।



এ রিপোর্ট লেখা অবধি পাকিস্তানের সংগ্রহ ১৩ ওভার শেষে বিনা উইকেটে ৬০ রান। মোহাম্মদ হাফিজ ৩৪ ও আজহার আলী ২৪ রানে ব্যাট করছেন।

এর অ‍াগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক আজহার আলী। খেলা শুরু হয় সকাল সাড়ে ৯টায়।

বিসিবি একাদশে নাসির হোসেনের জায়গায় খেলছেন তামিম ইকবাল। অধিনায়কত্ব করছেন মুমিনুল হক। নাসিরের না খেলা প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ফারুক আহমেদ বাংলানিউজকে জানান, ‘নাসিরের ব্যাক আপ দলে আছে বলে তাকে খেলানো হয়নি। নাসিরের বদলে তামিমকে সুযোগ দেয়া হয়েছে। ’

বিসিবি একাদশে এই ম্যাচে রয়েছেন জাতীয় দলের পাঁচ ক্রিকেটার। এরা হলেন রনি তালকুদার, মুমিনুল হক, তামিম ইকবাল, সাব্বির রহমান ও আবুল হাসান রাজু।
 
বিসিবি একাদশ: ইমরুল কায়েস, রনি তালুকদার, লিটন কুমার দাস, মুমিনুল হক (অধিনায়ক), শুভাগত হোম, সোহাগ  গাজী, আল আমিন হোসেন, তামিম ইকবাল, আবুল হাসান রাজু, সাব্বির রহমান, মো: শহীদ, মুক্তার আলী, তাইজুল ইসলাম ও ‍জুবায়ের হোসেন।
 
পাকিস্তান দল: মোহাম্মদ হাফিজ, সামি ইসলাম, সরফরাজ আহমেদ, আজহার আলী (অধিনায়ক), আসাদ শফিক, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, সাদ নাসিম, আসাদ শফিক, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, ইয়াসির শাহ, সাঈদ আজমল, রাহাত আলী, ফাওয়াদ আলম ও এহসান আদিল।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘন্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।