ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে তামিমের প্রথম শতক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মে ১, ২০১৫
পাকিস্তানের বিপক্ষে তামিমের প্রথম শতক ছবি: মানজারুল ইসলাম/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রথম ইনিংস শেষে ২৯৬ রানে পিছিয়ে থেকে তামিম-ইমরুলের ব্যাটে দ্বিতীয় ইনিংসে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম ও ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল।

অপর প্রান্তে ইমরুল কায়েস দুই ইনিংসেই হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন।

তামিম ৬৩ বল মোকাবেলায় ৭টি চারের সাহায্যে অর্ধশতক তুলে নেন। আরো ৬০ বল খেলে চারটি চার ও তিন ছক্কায় শতক পূরণ করেন। এরই সঙ্গে মোহাম্মদ আশরাফুলকে টপকে হয়ে যান বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সংখ্যক টেস্ট সেঞ্চুরিয়ান। আশরাফুলের দখলে রয়েছে ছয়টি সেঞ্চুরি। চারটি শতক হাঁকিয়েছেন বাংলাদেশের ব্র্যাডম্যান খ্যাত মুমিনুল হক। ইমরুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও হাবিবুল বাশার তিনটি করে সেঞ্চুরি করেন।

প্রথম ইনিংসে মাত্র ২৫ রান করেই ইয়াসির শাহর বলে আজহার আলীর তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফেরেন তামিম। পরে ৩৩২ রানে অলআউট হয় বাংলাদেশ। সর্বোচ্চ ৮০ রান করেন মুমিনুল হক। জবাবে মোহাম্মদ হাফিজের ডাবল সেঞ্চুরিতে ভর করে ৬২৮ রানের পাহাড়সম স্কোর দাঁড় করায় সফরকারীরা।

এর আগে ইংল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে দুইটি করে টেস্ট শতক হাঁকান তামিম। আর বাকি দুইটি সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে। ২০০৯ সালে ক্যারিবীয়দের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম শতক পূরণ করেন। আর পরের বছরই ভারতীয়দের বিপক্ষে খেলেন ১৫১ রানের ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস।

উল্লেখ্য, আজকেরটি বাদে আগের ৩৭টি টেস্ট ম্যাচের ৭২ ইনিংসে ব্যাট করে ৩৮.০৯ গড়ে ২,৭৪৩ রান সংগ্রহ করেছেন তামিম। রয়েছে ছয়টি শতকের পাশাপাশি ১৭টি ফিফটি। ২০০৮ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। ওই ম্যাচের দুই ইনিংসেই ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে অবশ্য ১৬ রানের জন্য শতক বঞ্চিত হন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘন্টা, মে ১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।