ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সবার ওপরে তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, মে ২, ২০১৫
সবার ওপরে তামিম ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ইনিংসে ২০১ রান করার পর নতুন একটি রেকর্ড গড়লেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক হলেন এ বাঁহাতি।



এর আগে এ রেকর্ডটির মালিক ছিলেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ২০১৩ সালে শ্রীলঙ্কার গলে ২০০ রান করে বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে সাদা পোশাকে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি।

এদিকে ডাবল সেঞ্চুরি করার পর অবশ্য নিজের ইসিংসটি বেশি দীর্ঘায়িত করতে পারেন নি তামিম। ২৭৮ বলে ১৭টি চার ও সাতটি বিশাল ছক্কায় ২০৬ রানের দানবীয় এ ইনিংস খেলার পর মোহাম্মদ হাফিজের শিকার হন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মে ০২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।