শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে: অবশেষে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট ড্র হলো। দুই দলের অধিনায়কের সমঝোতায় ম্যাচ ড্র ঘোষণা করা হয়েছে।
শনিবার (০২ মে) বিকেলে খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ ড্র ঘোষণার পর স্টেডিয়ামের দর্শকরা উচ্ছ্বাস-উল্লাসে মেতে ওঠেন। বের করেন মিছিলও।
ম্যাচ ড্র হয়েছে এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে খুলনা শহরের বিভিন্ন স্থান থেকে খণ্ড-খণ্ড মিছিল বের করা হয়। হাজারো মানুষ লাল সবুজের পতাকা নিয়ে টাইগারদের অভিনন্দন জানান।
টানা পাঁচ দিন পাকিস্তানকে এক দমই ছাড় না দিয়ে লড়াই করে এ টেস্ট ড্র করলো বাংলাদেশ। আর তাই তো নগরীর শহীদ হাদিস পার্ক, ডাক বাংলা মোড়, সাত রাস্তা ও পিটিআই মোড়সহ বিভিন্ন জায়গায় মোটরসাইকেল র্যালিসহ আনন্দ উল্লাস করছেন নগরবাসী।
শেখ আবু নাসের স্টেডিয়ামের সামনে উল্লাসরত ক্রিকেটপ্রেমী হাসান, আবু মুসা ও কবীর বাংলানিউজকে বলেন, অসাধারণ খেলেই খুলনা টেস্ট ড্র হয়েছে। এ স্টেডিয়াম লাকি ভেন্যু। ড্র’র মাধ্যমে এ ভেন্যুর সম্মান রক্ষা হলো। এছাড়া এ মাঠ রেকর্ডেরও সাক্ষী হয়ে রইলো।
শনিবার ম্যাচের পঞ্চম ও শেষ দিনের পুরোটা সময়ই ব্যাটিং করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৫৫৫ রান তুলেছে টাইগাররা। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল সব কয়টি উইকেট হারিয়ে ৩৩২ রান। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করেছিল ৬২৮ রান। ম্যাচে তামিম-ইমরুলের অসাধারণ ব্যাটিং, সাথে রেকর্ড দেখেছে পুরো ক্রিকেট বিশ্ব।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মে ০২, ২০১৫
এমআরএম/আইএ
** খুলনা টেস্ট ড্র, শূন্য হাতেই রইল পাকিস্তান