ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শরিবার রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামে কোলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে প্রথম ম্যাচে কোলকাতা রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে হারলেও শক্তিশালী চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয় পায় হায়দ্রাবাদ।
এম চেন্নাসামি স্টেডিয়ামে প্রথম খেলায় বৃষ্টির কারণে খেলার ১০ ওভার কমানো হয়। আর কোলকাতার দেয়া ১১২ রানের জবাবে তিন উইকেট হারিয়ে দুই বল বাকি থাকতে জয় তুলে নেয় ব্যাঙ্গালুরু। দলের হয়ে সর্বোচ্চ ১৮ বলে তিন ছয় ও চার চারে ৪৫ রানে অপরাজিত থাকেন মান্দিপ সিং।
এর আগে টসে হেরে কোলকাতা আন্দ্রে রাসেলের ৪৫ রানের উপর ভর করে চার উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করেছিল।
অন্যদিকে রাতের আরেক খেলায় চেন্নাইয়ের বিপক্ষে ২২ রানের জয় পেয়েছে হায়দ্রাবাদ। স্বাগতিকদের ১৯৩ রানের জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারানো ধোনি বাহিনী নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১৭০ রান করতে সমর্থ হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন ফাফ ডু প্লেসিস।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ৬১ রানের উপর ভর করে নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১৯২ রান তোলে হায়দ্রাবাদ। তিনটি উইকেট পান ডোয়েন ব্রাভো।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, মে ০৩, ২০১৫
এমএমএস