ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলারদের দাপটে জয় পেল কলকাতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, মে ৫, ২০১৫
বোলারদের দাপটে জয় পেল কলকাতা

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দ্রাবাদকে ৩৫ রানে হারিয়ে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। কলকাতার দেয়া ১৬৮ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ১৩২ রান তুলতে সমর্থ হয় হায়দ্রাবাদ।



ইডেন গার্ডেনের এ ম্যাচে জয়ের লক্ষ্যে খেলতে নেমে কলকাতা বোলারদের দাপুটে বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান আসে মইসেস হেনরিকেসের ব্যাট থেকে। এছাড়া শেষের দিকে করন শর্মা ৩২ রান করলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় দলটিকে।

কলকাতা বোলারদের মধ্যে চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে দুটি উইকেট নেন ব্র্যাড হগ। সমান দুটি উইকেট পান উমেশ যাদভ। আর একটি করে উইকেট নেন আন্দ্রে রাসেল, ইয়হান বোথা ও পিযুশ চাওলা।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে কলকাতা। সর্বোচ্চ ৩৩ রান করেন মানিশ পান্ডে। ৩১ রান আসে অধিনায়ক গৌতম গম্ভিরের ব্যাট থেকে। আর ৩০ রান করে করেন রবিন উথাপা ও ইউসুফ পাঠান।

এদিকে এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে উঠে এলো কলকাতা। দলটির ১০ ম্যাচে পাঁচ জয়ের বিপরীতে চারটি হার। টেবিলের শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস আর দ্বিতীয় অবস্থানটিতে আছে রাজ্যস্থান রয়েলস।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।