ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটসম্যানরা ভালো ফর্মে রয়েছে: মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মে ৫, ২০১৫
ব্যাটসম্যানরা ভালো ফর্মে রয়েছে: মুশফিক ছবি : শোয়ের মিথুন/বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: বুধবার (০৬ মে) শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। খুলনায় প্রথম টেস্টে ব্যাটসম্যানদের কৃতিত্বে  ম্যাচ ড্র করে বাংলাদেশ।

প্রথম টেস্টে বাংলাদেশ দলের অসাধারণ ব্যাটিংয়ে পারফরম্যান্স ধরে রাখতে পারলে দ্বিতীয় টেস্টেও ভালো ফলাফল আসবে বলে মনে করেন বাংলাদেশ দলপতি মুশফিকুর রহিম।

মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘সিরিজের এটা ফাইনাল ম্যাচ। আশা থাকবে পাঁচটা দিন কষ্ট করে যেন খুব ভালো একটা রেজাল্ট আনতে পারি। ব্যাটসম্যানরা ভালো ফর্মে রয়েছে। ’

খুলনার তুলনায় মিরপুরের উইকেট বোলারদের বেশি সহায়তা করবে বলে মনে করেন টাইগার দলপতি। তাই দলের কম্বিনেশনেও আসতে পারে পরিবর্তন। এ প্রসঙ্গে মুশফিক বলেন, ‘বোলিং ডিপার্টমেন্টে দুইটা অপশন আছে। অভিজ্ঞদের মধ্যে শাহাদাত হোসেন আছে, নতুনদের মধ্যে আছে আবুল হাসান। কাল উইকেট দেখে আমরা সিদ্ধান্ত নেব।   উইকেট পুরোপুরি প্রস্তুত হয় নি। মিরপুরে যে রকম উইকেট তাতে বোলারদের জন্য একটু হেল্প থাকবে। সেক্ষেত্রে তিনজন পেস বোলার ও একজন স্পিনার অথবা দু’জন পেস বোলারের সঙ্গে একজন বাড়তি স্পিনার দেখা যেতে পারে। ’

নিজের কোনো ইনজুরি সমস্য আছে কী না জানতে চাইলে মুশফিক বলেন, ‘ক্রিকেটে ছোটখাটো ইনুজরি আসতেই পারে। আল্লাহর রহমতে আমার কোনো ফ্র্যাকচার নেই, আজ অনুশীলনে কিপিং করেছি। ’

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ০৫ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।