ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফরে শেষ অনুশীলন পাকিস্তানের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মে ৫, ২০১৫
বাংলাদেশ সফরে শেষ অনুশীলন পাকিস্তানের ছবি : শোয়ের মিথুন/বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলতে গত মাসের ১৩ এপ্রিল ঢাকায় পা রাখে পাকিস্তান ক্রিকেট দল। ওয়ানডে, টি-টোয়েন্টির পর শেষ হয়েছে সিরিজের প্রথম টেস্ট।



বুধবার (০৬ মে) থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে  দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে মিরপুরে অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দল।

দুপুর ২টায় অনুশীলনের জন্য মাঠে নামে মিসবাহ-ইউনুস-আজমলরা। প্রথমে ফিল্ডিং অনুশীলন করে তারা। ফিল্ডিং ও ক্যাচিং অনুশীলনের পর  ব্যাটিং-বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিতে ইনডোরে চলে যায় পাকিস্তান দল। সেখানে নেটে ব্যাটিং অনুশীলন করেন ইউনুস খান, মোহাম্মদ হাফিজরা।

উল্লেখ্য, চার সপ্তাহের বাংলাদেশ সফরে এসে এখনও কোনো ম্যাচে জয় পায়নি সফরকারী পাকিস্তান দল। তাই শেষ ম্যাচে জয় পেতে মরিয়া পাকিস্তান ক্রিকেট দল। তাই মঙ্গলবার  নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা সময় বেশি অনুশীলন করেছে তারা।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ০৫ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।