ঢাকা: প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগের সুপার লিগ আগামী শনিবার থেকে শুরু হচ্ছে। ১২টি ক্লাবের মধ্যে পয়েন্ট টেবিলের সেরা ৬ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে সুপার লিগ পর্বের খেলা।
সুপার লিগের প্রথম ম্যাচে আনসার ও ভিডিপি’র বিপক্ষে খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপির চার নম্বর মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
সুপার লিগে ওঠা দলগুলো হলো: মোহামেডান স্পোর্টিং ক্লাব লি:, এভি স্পোর্টিং ক্লাব, রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, আবাহনী লি:, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), আনসার ও ভিডিপি।
উল্লেখ্য, দেশের ১২টি ক্লাবকে নিয়ে প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগ গত মাসের ১০ এপ্রিল শুরু হয়।
অংশগ্রহণকারী দলগুলো হলো: মোহামেডান স্পোর্টিং ক্লাব, রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, জহুরুল ইসলাম সিটি ক্রিকেট ক্লাব, ইন্দিরা রোড ক্রীড়া চক্র, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব, আনসার ও ভিডিপি, এভি স্পোর্টিং ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ, গুলশান ইয়ুথ ক্লাব, বিকেএসপি ও রায়ের বাজার অ্যাথলেটিক।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ০৫ মে ২০১৫
এসকে/এমআর