ঢাকা: মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের কোনো বিকল্প দেখছেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। আর টাইগার দলপতির সেরা অস্ত্র হতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
মঙ্গলবার (০৫ মে) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মুশফিক সাকিবের উপর আস্থা রাখার কথা বলেন।
খুলনা টেস্টের প্রথম ইনিংসে সাকিব ব্যাট হাতে করেন মাত্র ২৫ রান। আর বল হাতেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন নি বিশ্বসেরা অলরাউন্ডার। উইকেটের জন্য ভুগতে হয় তাকে। অবশেষে একটি উইকেটের দেখা পেলেও টাইগার আর সাকিব প্রেমীরা দ্বিতীয় টেস্টে নামার আগে বেশ দুঃশ্চিন্তায় রয়েছে।
তবে, টাইগার দলপতি মুশফিকের আশা, ব্যাট ও বল হাতে বাঁহাতি অলরাউন্ডার সাকিব আবারো জ্বলে উঠবেন।
কারণ হিসেবে মুশফিক বলেন, সাকিবের মতো বিশ্বসেরার কাছ থেকে সবাই ৫-৬ টা করে উইকেট প্রত্যাশা করবে এটাই স্বাভাবিক। তবে, ১-২ টা উইকেট পেলে আমরা ভেবে বসি সে তার যোগ্যতা অনুযায়ী হয়তো উইকেট তুলে নিতে পারেনি।
ঢাকা টেস্টে সাকিব তার নিজের মতোই জ্বলে উঠবেন বলে বিশ্বাস করেন টাইগার দলপতি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাকিবের জন্য মিরপুর বেশ লাকি ভেন্যু। এখানে তার রেকর্ড অনেক ভালো। আর সময় মতো ব্যাটে-বলে সে জ্বলে উঠলে ম্যাচে আমরাই জিতবো।
খুলনা টেস্ট চলাকালীন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক বলেছিলেন, সাকিবকে চেপে ধরে খেলাটা আমাদের গেমপ্লান ছিল।
খুলনার ড্র হওয়া প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৫ রান করলেও দ্বিতীয় ইনিংসে নিজের স্বরুপে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন সাকিব। দ্বিতীয় ইনিংসে তিনি অপরাজিত ৭৬ রানের একটি দৃষ্টিনন্দন ইনিংস খেলেছিলেন।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ০৫ মে ২০১৫
এমআর