ঢাকা: মিরপুর টেস্টে ভালো অবস্থানে নেই বাংলাদেশ দল। পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৫৫৭ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে ১০৭ রান।
দিন শেষে সংবাদ সম্মেলনে খুলনা টেস্টে সেঞ্চুরি হাঁকানো ইমরুল কায়েস এসে জানালেন ফলোঅন এড়ানোই প্রথম লক্ষ্য বাংলাদেশের। কায়েস বলেন,‘
ফলো-অন এড়ানোই প্রথম লক্ষ্য আমাদের। আপাত দৃষ্টিতে এটি কঠিন হলেও খুলনা টেস্টে কাম-ব্যাক করার দৃষ্টান্ত রয়েছে আমাদের। তাছাড়া ক্রিকেটে সবই সম্ভব। ভালো একটি পার্টনারশিপ হলে মোমেন্টাম বদলাতে পারে। ’
খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুন কামব্যাক করেছিল টিম বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৯৬ রানে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে বড় লিড নিয়েছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতে তামিম ইকবাল ও ইমরুল কায়েস যোগ করেছিলেন রেকর্ড ৩১২ রান।
সেই কীর্তি স্মরণ করে এখনো ম্যাচে আশা দেখছেন ইমরুল। তিনি বলেন, ‘হ্যা, এটা সত্যি আজ আমাদের টপঅর্ডার ফেইল করেছে। তবে সাকিব অপরাজিত আছে। সে একজন বিশ্বমানের ক্রিকেটার। কাল সৌম্য সরকার ব্যাটিংয়ে নামবেন। এই জুটি ভালো করলে ফলোঅন এড়ানো সম্ভব। ’
ইমরুল কায়েস আরো বলেন, ‘দ্বিতীয় ইনিংসে আশা করি টপঅর্ডার ভালো করবে এবং আমরা ম্যাচ বাঁচাবো। ’
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মে ০৭, ২০১৫
এসকে/এমএমএস