ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এসো হে, বৃষ্টি এসো এসো!

অঘোর মন্ডল, স্পেশালিস্ট স্পোর্টস রাইটার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মে ৭, ২০১৫
এসো হে, বৃষ্টি এসো এসো! ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রবীন্দ্র জয়ন্তীর আগে রবীন্দ্রনাথের গানের অনুকরণে একটা থিম সং বানিয়ে ফেলতে পারে বাংলাদেশ। ‘এসো হে, বৈশাখ এসো এসো.........’-র জায়গায় গাইতে হবে ‘এসো হে বৃষ্টি এসো এসো...!’ বৃষ্টি ছাড়া মিরপুর টেস্ট-কে বাঁচাতে পারেন? দ্বিতীয় দিন শেষে প্রশ্নটা সামনে চলে এলো।

এবং উত্তরে বাংলাদেশ ওপেনার ইমরুল কায়েস বেশক’টি নাম বললেন:  ‘কেন! সাকিব আছেন। সৌম্য আছেন। সাকিব অনেক বড় প্লেয়ার। তাছাড়া খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে আমি আর তামিম একটা বড় পার্টনারশিপ গড়ে ম্যাচটাকে কিন্তু ঘুরিয়ে দিয়েছিলাম। এখানেও দ্বিতীয় ইনিংস এখনো পড়ে আছে। ’

 হ্যাঁ, তিন দিন পড়ে আছে টেস্টের। কিন্তু দ্বিতীয় দিনেই যে ম্যাচ বাঁচানোর চিন্তা করতে হচ্ছে বাংলাদেশকে! কারণ, প্রথম ইনিংসে পাকিস্তানের ৫৫৭-৮ (ডিক্লেয়ার্ড) এর জবাব দিতে গিয়ে বাংলাদেশ দিন শেষ করেছে ৫ উইকেটে ১০৭ রানে। ফলো অন এড়াতে এখনো ২৫১ রান দরকার। আর পাকিস্তানের চেয়ে এখনো বাংলাদেশ পিছিয়ে ৪৫০ রানে। সাকিব-সৌম্য-শুভাগত-তাইজুল-মোহাম্মদ শহীদ দলকে ফলো অন সেভ করাতে পারেন কিনা, তার চেয়ে বেশি উচ্চারিত হচ্ছে,  ‘ম্যাচটা বাঁচাতে পারবে তো বাংলাদেশ?’

টেস্ট ক্রিকেটে সবই সম্ভব। ‘বাংলাদেশের পক্ষে এই ম্যাচ বাঁচানো অসম্ভব’-- আগ বাড়িয়ে এমন কথা লেখা মানে নির্বোধদের দলে নাম লেখানো। কিন্তু ক্রিকেটীয় বোধ যাদের তুলনামূলক প্রখর, তাদের অনেকেই প্রথম দিন থেকে প্রশ্নটা করেই যাচ্ছেন ,‘ মুশফিক কেন টস জিতে ফিল্ডিং করতে গেলেন?’’ ক্রিকেটে আগে ব্যাট করা অনেক বেশি নিরাপদ। সেটা যে কোনো উইকেটেই। ক্রিকেটের সেই প্রায় আদি যুগ থেকেই ঐ  ‘তত্ত্বে’ বিশ্বাসী লোকের সংখ্যাই বেশি। আর বাংলাদেশের মতো দল সেই তত্ত্বে অনেক বেশি বিশ্বাস রেখেছে। সেখান থেকে সরে এসেছে এই নিয়ে সাত টেস্টে। এর মধ্যে আগের ছয় টেস্টের পাঁচটিতে হেরেছে এবং খুব বাজেভাবে। একবার শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০৮-এ ড্র করতে পেরেছিল বাংলাদেশ। আর সেটা বৃষ্টির সৌজন্যে। কারণ, সেই টেস্টের প্রথম তিনদিন কোনো খেলাই হয়নি। শেষ দুদিন বল মাঠে গড়িয়েছিল। এরকম একটা পরিসংখ্যান মাথায় থাকলে, বৃষ্টির প্রার্থনা ছাড়া আর কোন গান গাইবেন আপনি!

দ্বিতীয় দিনে বৃষ্টি হলো। তবে দিনের খেলা শেষে। আর সেই বৃষ্টি মাথায় নিয়ে সংবাদ সম্মেলনে এলেন বাংলাদেশ ওপেনার, আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস। আর সংবাদ সম্মেলন শেষ করে যাওয়ার সময় বলে গেলেন,  ‘বৃষ্টি হচ্ছে, হতে থাকুক। ’ রসিকতা করতে করতেও এক ধরনের স্বস্তি যেন খুঁজে পেলেন বৃষ্টির মধ্যে। তবে তার আগে বাংলাদেশ দলের অস্বস্তি বাড়িয়ে দিলেন অধিনায়ক মুশফিকুর রহিম তার আউটটির মধ্য দিয়ে। পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ’র গুগলি কাট করতে গিয়ে বোল্ড হলেন তিনি! ইমরুল কায়েসও বোল্ড হয়েছেন সেই ইয়াসির শাহেরই বলে। এবং বাংলাদেশ টিমে আতঙ্ক ছড়ানোর মতো টার্ন এবং বাউন্স দুটোই পাচ্ছেন এই লেগ স্পিনার। তৃতীয় দিনে তিনি আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। সে ক্ষমতা তাঁর আছে। সঙ্গে পাকিস্তানের তিন ফাস্ট বোলার। সব মিলিয়ে বাংলাদেশ দল বিপদের গন্ধ ঠিকই পাচ্ছে। তারপরও ম্যাচ বাঁচানোর আশা, ‘যদি তামিম-ইমরুলের মতো আবার কোনো জুটি দাঁড়িয়ে যায় দ্বিতীয় ইনিংসে! কিংবা সাকিব-সৌম্য যদি বড় একটা পার্টনারশিপ গড়ে ফেলেন।

আশা করা যেতেই পারে। গত কয়েক মাসে বাংলাদেশ যে ক্রিকেট খেলেছে, তাতে তাঁদের ঘুরে দাঁড়ানোর সার্মথ্য নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, ব্যাটিং আর স্পিন বোলিং যাদের বড় শক্তি তাঁরা কেন আগে ফিল্ডিং নিতে গেল! জবাব, শাহ‍াদাত ইনজুরিতে না পড়লে হয়তো পাকিস্তান প্রথম ইনিংসে এতো রান করতে পারতো না। হয়তো তাই। কিন্তু ক্রিকেটীয় যুক্তি হিসেবে এটা কি খুব গ্রাহ্যতা পায়? যে পেসার পুরোপুরি ফিট নন, তিনি বড় কিছু করে দেখাতেন এটা মাথায় রেখে যদি টেস্ট জয় কিংবা ড্র’র কথা ভাবা হয়, তা কি একটু বাড়াবাড়ি হয়ে যায় না? তার চেয়ে বৃষ্টির প্রার্থনা জানিয়ে গান গাওয়া খুব খারাপ কিছু নয়।

হ্যাঁ,  বৃষ্টি! বৃষ্টিই বরং বাংলাদেশের জন্য অনেক বড় এক ভরসার নাম এখন। সেটা মুখে কেউ বলুক বা না-ই বলুক। তবে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা পাকিস্তানি ব্যাটসম্যান আজহার আলী কিন্তু দিন শেষে বলে গেলেন ;‘ এখনো পর্যন্ত আমরা পরিকল্পনা মতো এগুচ্ছি। সেই পরিকল্পনা যদি ভেস্তে যায় বৃষ্টির কারণে সেখানে আমাদের কিছু করার নেই। ’ বাংলাদেশ সফরে এখনো পর্যন্ত জয়বঞ্চিত পাকিস্তানের পরিকল্পনায় এখন একটাই শব্দ- ‘জয়’। আর বাংলাদেশের পরিকল্পনা অবশ্যই পাকিস্তানকে জয়বঞ্চিত রেখেই দেশে ফেরত পাঠানো। সেই পরিকল্পনায় বৃষ্টি যদি একটু হাত বাড়িয়ে দেয় তাকে স্বাগত জানাতে অসুবিধা কি?

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মে ০৭, ২০১৫
সম্পাদনা: জেএম

** দ্বিতীয় টেস্টের আগে স্বস্তিতে বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।