ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সৌম্যর প্রথম আন্তর্জাতিক উইকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, মে ৮, ২০১৫
সৌম্যর প্রথম আন্তর্জাতিক উইকেট ছবি: শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: প্রথম ইনিংসে দ্বিশতক হাঁকানো পাকিস্তানি ব্যাটসম্যান আজহার আলীকে সাজঘরে ফিরিয়ে প্রথম আন্তর্জাতিক উইকেট পেলেন বাংলাদেশি ডানহাতি মিডিয়াম পেসার সৌম্য সরকার।

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দুই টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে এ উইকেট পান সৌম্য।



গত বুধবার (০৬ মে) শুরু হওয়া এ টেস্টের প্রথম ওভার করতে এসে চোট পেয়ে মাঠ ছাড়েন পেসার শাহাদাত হোসেন। তার অসম্পূর্ণ ওভারটি শেষ করতে আসেন সৌম্য।

প্রথম ইনিংসে ১৭.৪ ওভার বল করে ৫৭ রান দিলেও ঝুলিতে কোনো উইকেট পুরতে পারেন নি। তবে দ্বিতীয় ইনিংসের সপ্তম ওভারে সে আক্ষেপ পূর্ণ হয় সৌম্যর।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মে ০৮, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।