ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছয় মাসের জন্য ছিটকে গেলেন শাহাদাত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মে ৮, ২০১৫
ছয় মাসের জন্য ছিটকে গেলেন শাহাদাত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ছয় মাস মাঠের বাইরে কাটাতে হবে পেসার শাহাদাত হোসেন রাজীবকে। বুধবার (০৬ মে) পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে বল করার সময় দুইবার মাটিতে লুটিয়ে পড়েন এই ডানহাতি পেসার।

এতে তার ডান হাঁটুর লিগামেন্ট ও মিনিস্কাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
বাংলাদেশ দলের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘শুধু এই টেস্ট ম্যাচেই নয় আগামি মাসে ভারত সিরিজও শাহাদাত মিস করবে। যদি তার হাঁটুতে অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তাকে আগামী পাঁচ-ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে। ’
 
দেবাশীষ চৌধুরী আরও বলেন, ‘শাহাদাত ইনজুরিতে পড়ার পর তাকে অ্যাপোলো হাসপাতালে ম্যাগনেটিক রিসোনেন্স ইমাজিং (এমআরআই)  করানো হয়। এ মুহূর্তে হাঁটুর ব্যাথা না কমা পর্যন্ত তাকে বিশ্রামে থাকতে হবে। ’
 
দ্বিতীয় টেস্টের প্রথম দিনে প্রথম বলটি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ক্রিজে পড়ে যান শাহাদাত। পরে আরও একটি বল করেন তিনি। দ্বিতীয় বলটি করার পরই মাঠের বাইরে চলে যান ২৮ বছর বয়সী এই বোলার।

লাঞ্চের আগে মাঠে ফিরে কয়েক ওভার ফিল্ডিংও করেন তিনি। তাইজুলের বলে সামি আসলামের ক্যাচটিও নেন মিড উইকেটে দাঁড়িয়ে।

কিন্তু, লাঞ্চের পর মাঠে বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে বোলিং অনুশীলন করতে গিয়ে আবারও হাঁটুতে চোট পান শাহাদাত। এরপর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিতে হয় তাকে।

উল্লেখ্য, ইনজুরির কারণে ছিটকে পড়া রুবেল হোসেনের জায়গায় দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পেয়েছিলেন শাহাদাত।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘন্টা, মে ০৮, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।