ঢাকা: সফরকারী পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে অনন্য এক বিশ্বরেকর্ড গড়ার হাতছানি ছিল বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালের। যা বিশ্বে আর কোনো ব্যাটসম্যানের ছিল না।
পাকিস্তানের বিপক্ষে ইমরান খানের বলে উইকেটের পেছনে সরফরাজের তালুবন্দি হয়ে ৪২ রান করা তামিম আউট হয়েছেন। মাত্র ৭ রানের আক্ষেপ থেকে গেল তার।
বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে নিজ দেশের হয়ে ওয়ানডে এবং টেস্টে সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি সেঞ্চুরি ও সর্বোচ্চ ইনিংসের মালিক হতে পারলেন না তামিম। অপেক্ষায় থাকতে হবে ভারত বিপক্ষে সিরিজের জন্য।
চতুর্থ দিন ব্যাট হাতে নামার আগে তামিম অপরাজিত ছিলেন ৩২ রান নিয়ে। মাত্র ১৭ রান করতে পারলেই একটি বিরল রেকর্ড গড়ে ফেলতে পারবেন এমন সমীকরণ নিয়ে মাঠে নামেন তামিম। তবে, তার আগে তৃতীয় দিন বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে হাবিবুল বাশারের পর টেস্টে তিন হাজারি ক্লাবে নাম লেখান তিনি।
বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ৩ হাজার ২৬ রান করে এতোদিন দেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক ছিলেন। আজ তা টপকে যেতে পারতেন তামিম। কিন্তু ৩ হাজার ২০ রান করে থেমে গেল তামিমের ইনিংসটি।
তামিম ৩৯তম টেস্টে নেমে দেশের পক্ষে আগেই নাম লিখিয়েছেন টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হিসেবে। টেস্টে তার শতকের সংখ্যা ৭টি। ক্রিকেটের এ ফরমেটে ইনিংস সর্বোচ্চ রানও তার। খুলনা টেস্টে অনবদ্য ২০৬ রানের ইনিংস খেলে টাইগার ব্যাটসম্যানদের ছাড়িয়ে গিয়েছিলেন তিনি।
এর আগে ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক রানের মালিক হয়েছেন তামিম। ওয়ানডে ফরমেটে তার মোট রান ৪ হাজার ৪৩৭। যেখানে তার শতক রয়েছে ৬টি। যা টাইগারদের হয়ে একক সর্বোচ্চ শতক। ওয়ানডের ইনিংস সর্বোচ্চ ১৫৪ রানটিও তামিমের দখলে।
বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ০৯ মে ২০১৫
এমআর