ঢাকা: ভারতের সিয়েট ক্রিকেট রেটিং (সিসিআর) অনুযায়ী প্রথমবারের মতো বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। অন্যদিকে, অজিঙ্কা রাহানে ভারতের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন।
এর আগে লঙ্কানদের হয়ে ১৯৯৭-৯৮ মৌসুমে সনাৎ জয়সুরিয়া, ২০০০-০১, ২০০১-০২ ও ২০০৬-০৭ মৌসুমে তিনবার সেরা আন্তর্জাতিক ক্রিকেটার নির্বাচিন হন মুত্তিয়া মুরালিধরন। ২০০৭-০৮ সালে এই স্বীকৃতি পান মাহেলা জয়াবর্ধনে।
গত বছর শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাঙ্গাকারা। এর পরই ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরমেট থেকে বিদায় নেন। আর সদ্য শেষ হওয়া বিশ্বকাপ শেষে ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নেন। তিনিই একমাত্র ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে টানা চার ম্যাচে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন।
প্রতি বছরই সিয়েট ক্রিকেট অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবার মুম্বাইতে এর ১৯তম আসর বসে। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
আইপিএলের এবারের আসরে রোহিত শর্মার নেতৃত্বে চেন্নাই সুপার কিংসে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় মুম্বাই ইন্ডিয়ানস। গত বছরের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেনসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে একক সর্বোচ্চ ২৬৪ রানের অবিস্মরণীয় ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। এজন্য তাকে স্পেশাল অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।
সেরা আন্তজার্তিক ব্যাটসম্যান হয়েছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। আর সেরা বোলার নির্বাচিত হন লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ। টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটারের খেতাব পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো।
এছাড়াও, ভারতের ঘরোয়া ক্রিকেটের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পেসার বিনয় কুমার। উদীয়মান সেরা তরুণ ক্রিকেটারের অ্যাওয়ার্ড পেয়েছেন ২০ বছর বয়সী অলরাউন্ডার দিপক হুদা।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘন্টা, মে ২৬, ২০১৫
আরএম/