ঢাকা: ব্যাটসম্যানদের পর বোলারদের দাপটে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে ভালো অবস্থানে রয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পথে রয়েছে দলটি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ৩৬৯ রানের লিড নিয়েছে সাউথ জোন। দ্বিতীয় ইনিংসে সৌম্য সরকার ও এনামুল হক বিজয়ের অর্ধশতকে ৪ উইকেটে ২৩১ রান করে তারা।
সৌম্য সরকার ৭৫ ও মোসাদ্দেক হোসেন ৪৩ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৯২ রানের জুটি গড়েছেন তারা।
এর আগে মঙ্গলবার সকালে আগের দিনের ৩ উইকেটে ১৫৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইস্ট জোন। সোহাগ গাজী, আল আমিন হোসেন, আব্দুর রাজ্জাক, মুস্তাফিজুর রহমানদের বোলিং তোপে ২৪৭ রানে গুটিয়ে যায় ইস্ট জোন। সর্বোচ্চ ৮৭ রান করেন সাদমান ইসলাম।
৬২ রানে ৪ উইকেট নেন সোহাগ গাজী। পেসার আল-আমিন হোসেন শিকার করেন ৩ উইকেট।
১৩৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে শূন্য রানে ইমরুল কায়েসকে হারায় সাউথ জোন। শাহরিয়ার নাফীস (২৯) ও মোহাম্মদ মিঠুন (১০) দ্রুত ফিরে গেলেও দলকে এগিয়ে নেন এনামুল হক বিজয়। নাজমুল অপুর বলে বোল্ড হওয়ার আগে ৭০ রান করেন এই ওপেনার।
এর আগে প্রথম ইনিংসে ৩৮৫ রান করে প্রাইম ব্যাংক। তৃতীয় ও শেষ রাউন্ডের খেলা শুরুর আগে তাদের পয়েন্ট ছিল ৩৫। প্রথম ইনিংসে লিড নেওয়ায় ৩২ পয়েন্ট নিয়ে এই রাউন্ড শুরু করা ইসলামী ব্যাংকের চেয়ে এগিয়ে আছে প্রাইম ব্যাংক।
এদিকে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ রাউন্ডের অপর ম্যাচে মুখোমুখি হয় বিসিবি নর্থ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন। মঙ্গলবার ম্যাচের তৃতীয় দিনের শেষ দুই ওভারে নর্থ জোনের দুই ওপেনিং ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে ঘুরে দাঁড়িয়েছে সেন্ট্রাল জোন।
দিনশেষে দ্বিতীয় ইনিংসে নর্থ জোনের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১১ রান। জয় পেতে হলে বুধবার (২৭ মে) ম্যাচের শেষ দিনে ১৯২ রান করতে হবে নর্থ জোনকে। আর সেন্ট্রাল জোনের প্রয়োজন ৮ উইকেট।
আগের দিনের ২ উইকেটে ২১ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে নর্থ জোন। বৃষ্টির কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘন্টা পর খেলা শুরু হয়। দিনের প্রথম উইকেট হিসেবে মাহমুদুল্লাহকে (৩৫) ফেরান সেন্ট্রাল জোনের মাহমুদুল হাসান। এরপর সাজঘরে ফেরেন আব্দুল মজিদও (২৯)।
শেষ পর্যন্ত মার্শাল আইয়ুবের ৩০, শুভাগত হোমের ৩৬ ও মেহরাব হোসেনের অপরাজিত ৫৪ রানে ভর করে দ্বিতীয় ইনিংসে পুরোপুরি ২০০ রান করে অলআউট হয় নর্থ জোন। ৫৩ রানে ৪ উইকেট নেন নর্থ জোনের বোলার মাহমুদুল হাসান। এছাড়া মুক্তার আলী ও তাইজুল ২টি করে উইকেট নিয়েছেন।
ওয়ালটন সেন্ট্রাল জোনের প্রথম ইনিংসে করা ২৮৯ রানের জবাবে ২৮৭ রানে অলআউট হয়েছিল বিসিবি নর্থ জোন।
বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, ২৬ মে ২০১৫
এসকে/এমআর