ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিএল চ্যাম্পিয়ন সাউথ জোন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মে ২৭, ২০১৫
বিসিএল চ্যাম্পিয়ন সাউথ জোন ছবি: সংগৃহীত

ঢাকা: সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেনের দারুণ পারফর্মে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) নতুন চ্যাম্পিয়ন হয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন। ড্র হওয়া ম্যাচে ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে দুই ব্যাটসম্যানই শতক হাঁকিয়েছেন।



চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রাইম ব্যাংক সাউথ জোনের প্রথম ইনিংসে ৩৮৫ রানের জবাবে ইসলামী ব্যাংক ইস্ট জোন সবক’টি উইকেট হারিয়ে ২৪৭ রান করে।

দ্বিতীয় ইনিংসে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকার আর মোসাদ্দেক হোসেনের শতকে ৯ উইকেট হারিয়ে ৪৫২ রান তোলে সাউথ জোন। সৌম্য সরকার ১২৭ রান করেন আর মোসাদ্দেক করেন ১১৯ রান। জবাবে লিটন কুমার আর অলক কাপালির অর্ধশতকে ভর করে শেষ দি তিন উইকেট হারিয়ে ইস্ট জোন করে ১৬৬ রান। ফলে, ড্র হয় ম্যাচটি।

তিন ম্যাচ শেষে সাউথ জোনের পয়েন্ট দাঁড়ায় ৪৬। অন্যদিকে, ইস্ট জোনের পয়েন্ট ৩৯ হলে রানার্সআপ হয় তারা।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ২৭ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।