ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

সোমবার থেকে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মে ৩১, ২০১৫
সোমবার থেকে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

ঢাকা: জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ৩৫তম আসরের খেলা সোমবার (০১ জুন) থেকে শুরু হচ্ছে। ৬৪টি জেলা দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট দেশের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

প্রথম ম্যাচে যশোর জেলা ও ঝিনাইদাহ জেলা মুখোমুখি হবে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

টুর্নামেন্টের সবগুলো ম্যাচই টার্ফে অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে যাবে মোট ৮টি দল।

এদের মধ্যে ঢাকা বিভাগের ২টি এবং অন্য ছয়টি বিভাগের একটি করে দল সুযোগ পাবে দ্বিতীয় রাউন্ডে খেলার।

এরপর দ্বিতীয় রাউন্ডে ৮টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এ দুই গ্রুপের সেরা দল টুর্নামেন্টের ফাইনালে অংশ নেবে। আগামি ২০ জুন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ৩১ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।