ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যাচের নিয়ন্ত্রণ কিউইদের হাতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, জুন ১, ২০১৫
ম্যাচের নিয়ন্ত্রণ কিউইদের হাতে ছবি : সংগৃহীত

ঢাকা: লিডস টেস্টের তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে সফরকারী নিউজিল্যান্ড। বিজে ওয়াটলিংয়ের শতকে ভর করে দ্বিতীয় ইনিংসে চার উইকেট হাতে রেখে ৩৩৮ রানের লিড নিয়েছে কিউইরা।

এর আগে লর্ডস টেস্ট ১২৪ রানে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ তে লিড নেয় ইংলিশরা।

স্কোর:
নিউজিল্যান্ড: ৩৫০, ৩৩৮/৬

ইংল্যান্ড: ৩৫০

দ্বিতীয় দিনের করা পাঁচ উইকেটে ২৫৩ রান নিয়ে ব্যাটিং নামে ইংলিশরা। তৃতীয় দিনে ৯৭ রান যোগ করতেই বাকি পাঁচ উইকেটের পতন ঘটে। অষ্টম উইকেটে নামা পেসার স্টুয়ার্ট ব্রডের ব্যাট থেকে আসে ৪৬ রান। শেষ পর্যন্ত প্রতিপক্ষের সমান ৩৫০ রান করে অলআউট হওয়ায় লিড নিতে পারেনি স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ১০৭ রান করেন ওপেনার অ্যাডাম লিথ। অধিনায়ক অ্যালিস্টার কুক ব্যক্তিগত ৭৫ রানে মার্ক ক্রেইগের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন।

কিউইদের হয়ে টিম সাউদি চারটি উইকেট দখল করেন। ট্রেন্ট বোল্ট ও ক্রেইগ দু’টি করে উইকেট লাভ করেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৩ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে চাড়ে পড়ে ব্ল্যাক ক্যাপসরা। মার্টিন গাপটিল ও রস টেইলর তৃতীয় উইকেট জুটিতে ৯৯ রান তুলে চাপ সামাল দেন। পঞ্চম উইকেটে ১২১ রানের পার্টনারশিপ গড়েন ব্রেন্ডন ম্যাককালাম ও ওয়াটলিং।

এদিন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি করে অপরাজিত থাকেন ওয়াটলিং। গাপটিল ৭০, টেইলর ৪৮ ও ম্যাককালাম ৫৫ রান করে আউট হন।

ইংলিশদের হয়ে মার্ক উড তিনটি উইকেট নেন। ব্রড দু’টি ও জেমস অ্যান্ডারসন একটি উইকেট লাভ করেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘন্টা, জুন ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।