ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে পরিত্যক্ত পাকিস্তানের তৃতীয় ওয়ানডে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জুন ১, ২০১৫
বৃষ্টিতে পরিত্যক্ত পাকিস্তানের তৃতীয় ওয়ানডে

ঢাকা: লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-০ ব্যবধানে জিতে সিরিজ নিজেদের কাছে রেখেছে স্বাগতিক পাকিস্তান।



আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে পাকিস্তান ২৯৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন ওপেনার মোহাম্মদ হাফিজ। ৮০ বলে ৮ চারে এক ছয়ে হাফিজ তার ইনিংসটি সাজান। এছাড়া বাবর আজম করেন ৫৪ রান। পাকিস্তান দলপতি আজহার আলি ৪৬ রান করে বিদায় নেন।

শেষ দিকে ২৩ বলে দুটি ছয় এবং সমান চারে ৩৮ রান করে অপরাজিত থাকেন আনোয়ার আলি। আজহার আলির সঙ্গে ১১৫ রানের উদ্বোধনী জুটিতে পাকিস্তানকে ভালো সূচনা এনে দেন মোহাম্মদ হাফিজ।

জিম্বাবুয়ের হয়ে সিকান্দার রাজা ৫৯ রানে ৩ উইকেট নেন।

বৃষ্টির কারণে খেলা সম্পূর্ণ না হলেও ৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৮ রান করে জিম্বাবুয়ে। ভুসি সিবান্দা করেন ২৮ রান এবং চামু চিবাবা করেন ৩৯ রান। সফরকারীদের জন্য নতুন টার্গেট দাঁড়ায় ৪৬ ওভারে ২৮১ রান।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ০১ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।