ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট পরামশর্দাতা কমিটিতে শচীন-গাঙ্গুলী-লক্ষ্মন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুন ১, ২০১৫
ক্রিকেট পরামশর্দাতা কমিটিতে শচীন-গাঙ্গুলী-লক্ষ্মন ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতীয় জাতীয় দলের সাবেক তিন ব্যাটিং লিজেন্ড শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী এবং ভিভিএস লক্ষ্মন আবারো টিম ইন্ডিয়ার হাল ধরতে চলেছেন। বিসিসিআইয়ের পরামর্শক কমিটিতে কাজ করার জন্য রাজি হয়েছেন তিন ব্যাটিং গ্রেট।



টিম ইন্ডিয়ার বোর্ড সেক্রেটারি অনুরাগ ঠাকুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুরাগ ঠাকুর তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানান, ভারতের সাবেক অধিনায়ক শচীন এবং গাঙ্গুলী বিসিসিআইয়ের সকল গুরুত্বপূর্ণ কমিটিতে পরামর্শক হিসেবে কাজ করবেন। তাদের সঙ্গে থাকবেন লক্ষ্মন।

ভারতের তিন তারকার কাজ কীরুপ হতে পারে তা পরিষ্কার করে জানায়নি বিসিসিআই। তবে, গাঙ্গুলীকে টিম ইন্ডিয়ার হাই পারফরমেন্স ম্যানেজার করা হতে পারে বলে জানায় বিসিসিআই।

সোমবার শচীন, গাঙ্গুলী আর লক্ষ্মনের সঙ্গে অনুরাগ ঠাকুর বিস্তারিত আলোচনার জন্য সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। সেখানে তাদের সঙ্গে আলোচনা হতে পারে টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ নিয়োগ নিয়ে। এছাড়া ক্রিকেটের উন্নয়নের জন্য কী করণীয় সেটি নিয়েও আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘন্টা, ০১ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।