ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

কিপিংয়ে থাকছেন না মুশফিক!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুন ১, ২০১৫
কিপিংয়ে থাকছেন না মুশফিক! ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন ভারত সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে গ্লাভস হাতে উইকেটের পেছনে নাও দেখা যেতে পারে জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে। সোমবার (০১ জুন) এমন তথ্যই  দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।



বিসিবি কার্যালয়ে তিনি সাংবাদিকদের জানান, ভারতের বিপক্ষে প্রথম টেস্টে উইকেটরক্ষক হিসেবে মুশফিককে নাও দেখা যেতে পারে। তার আঙ্গুলের ব্যাথা এখনও পুরোপুরি সেরে না উঠায় এমন সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। মুশফিকের ব্যাটিং আমাদের কাছে গুরুত্বপূর্ন। ওর (মুশফিক) জন্য চাপ হয়ে দাঁড়ায়-এমন কোনো সিদ্ধান্ত আমরা নেব না। টেস্ট ম্যাচে সারাদিন ধরে কিপিং করা সহজ কাজও নয়। ’

পাকিস্তানের বিপক্ষে খুলনায় প্রথম টেস্টে বল ধরার সময় আঙ্গুলে চোট পান উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এরপর দলের স্বার্থে ব্যাথা নিয়েই মিরপুরে দ্বিতীয় টেস্ট খেলতে নামেন তিনি। দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য এ ব্যাটসম্যান। প্রথম টেস্টে বাংলাদেশ দল দারুণ ব্যাটিং করলেও দ্বিতীয় টেস্টে ব্যর্থ হয় স্বাগতিকরা। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি চতুর্থ দিনেই হেরে বসে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক নিজেই স্বীকার করেন তার ব্যাটিং ব্যর্থতার পেছনে ছিল আঙ্গুলের চোট।

আর তখন থেকেই মুশফিককে কিপিং থেকে অব্যহতি দেওয়ার চিন্তা-ভাবনা শুরু করে বিসিবি।

ভারত সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন শুরু হয়েছে গেল শনিবার (২৯ মে) থেকে। গত তিন দিনে গ্লাভস হাতে অনুশীলন করতে দেখা যায়নি মুশফিককে। অনুশীলনে শুধুমাত্র ব্যাট হাতেই বাড়তি মনযোগী দেখা গেছে তাকে। মুশফিক কিপিং গ্লাভস হাতে না দাঁড়ালেও কিপিং অনুশীলনে দেখা গেছে ২৩ সদস্যের স্কোয়াডে থাকা লিটন কুমার দাসকে। সেক্ষেত্রে ভারতের বিপক্ষেই অভিষেক হয়ে যেতে পারে তরুণ এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। তাছাড়া উইকেট কিপিংয়ের জন্য স্ট্যান্ডবাই হিসেবে থাকতে পারেন এনামুল হক বিজয়।  

টেস্টে মুশফিকের অধিনায়কত্ব নিয়ে বিসিবি সভাপতি বলেন, এটা আমরা মুশফিকের উপরই ছেড়ে দিয়েছি। মুশফিকই সিদ্ধান্ত নেবে সে অধিনায়কত্বে থাকবে কী না। আমরা ওর উপর কিছু চাপিয়ে দেব না। মুশফিক যদি মনে করে অধিনায়কত্ব তার জন্য চাপ হয়ে দাঁড়াতে পারে-সেটা মুশফিকই সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ০১ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।