ঢাকা: ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলনে আরো একটি দিন পার করলো বাংলাদেশ। সোমবার (০১ জুন) মিরপুরে রোদ ও গরমের মাঝেও অনুশীলনে ফুরফুরে মেজাজে দেখা গেছে ক্রিকেটারদের।
সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুশীলন করে বাংলাদেশ। সেন্টার উইকেটে ব্যাটিং-বোলিংয়ে ঘাম ঝরায় রুবেল-মাশরাফি-মুশফিক-সাকিবরা।
অনুশীলনে এ দিন যোগ হয় বোলিং মেশিন। বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহ মেশিনে বল ছোড়েন ব্যাটসম্যানদের। যে বলগুলোতে ব্যাটসম্যানদের দূর্বলতা রয়েছে সে অনুযায়ীই ব্যাটসম্যানদের বল ছোড়া হয়।
আনুষ্ঠানিক অনুশীলন শেষে বিকেলে মিরপুর ইনডোরের নেটে ব্যাটিং অনুশীলন করেন সাব্বির রহমান রুম্মন।
উল্লেখ্য, আগামি ৮ জুন একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি। এরপর ১৮, ২১ ও ২৪ জুন সিরিজের ওয়ানডে ম্যাচগুলো মাঠে গড়াবে।
দিবা-রাত্রির সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ০১ জুন ২০১৫
এসকে/এমআর