ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটারদের সিদ্ধান্তেই পাকিস্তান সফর হবে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুন ২, ২০১৫
ক্রিকেটারদের সিদ্ধান্তেই পাকিস্তান সফর হবে ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ক্রিকেটকে পাকিস্তান সফরের জন্য বরাবরই অনুরোধ জানিয়ে আসছে সে দেশের ক্রিকেট বোর্ড (পিসিবি)। পুরুষ দল না হলেও অন্তত নারী দলকে পাঠানোর জন্য তাদিগ দিয়েছে পিসিবি।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছে, এ ব্যাপারে নারী ক্রিকেটাররাই সিদ্ধান্ত নেবে।

বিসিবি এ ব্যাপারে নারী ক্রিকেটারদের উপর কোন ধরনের চাপ দেয়নি। বোর্ড জানায় সন্ত্রাসী ও বোমা হামলার কেন্দ্রবিন্দু পাকিস্তান সফর তাদের ইচ্ছার উপর নির্ভর করবে।

এক সাক্ষাতকারে বিসিবি’র প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেন, ‘এটা পুরোপুরি নির্ভর করছে আমাদের ক্রিকেটারদের উপর। তারা যদি বলে, যে কোন জায়গায় সফর করতে তারা প্রস্তুত। তাহলে আমরা এ বিষয়ে আগ্রহী হব। ’

বিসিবি প্রেসিডেন্ট আরো জানায়, ক্রিকেটাররা যদি সফর করতে আগ্রহ প্রকাশ করে তবে আমরা সেখানকার অবস্থা পর্যালোচনা করতে একটি তদন্ত দল পাঠাবো।

পাপন যোগ করেন, ‘আমরা তাদের সেখানে পাঠাবার আগে অবশ্যই সেখানকার নিরাপত্তার ব্যাপারটি দেখবো। সফরটি এ মাসে হওয়ার কথা ছিল, তবে পাকিস্তান সফরসূচিতে পরিবর্তন এনেছে। তারা সফরসূচি নিশ্চিত করার পর আমরা এ বিষয়টিও ভেবে দেখবো। ’

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ০২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।