ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারত সিরিজের টাইটেল স্পন্সর জা'এনজি আইসক্রিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জুন ২, ২০১৫
ভারত সিরিজের টাইটেল স্পন্সর জা'এনজি আইসক্রিম ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন বাংলাদেশ ও ভারতের মধ্যকার হোম সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে জা'এনজি আইসক্রিম। মঙ্গলবার (০২ জুন) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


 
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ-ভারত সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পন্য জা’এনজি আইসক্রিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা করেন। এছাড়াও ভারত সিরিজে কো-স্পন্সর হিসেবে থাকছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি।

কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক জাহিন হাসান বলেন, ‘এত বড় একটা সিরিজের টাইটেল স্পন্সর হতে পেরে আমরা আনন্দিত। ভারত সিরিজে ভালো ফলাফল আশা করছি। বাংলাদেশ দল বর্তমান সময়ে খুব কম্পিটেটিভ ক্রিকেট খেলছে। এই স্পিরিটটা দলের খেলোয়াড়দের মধ্যে দেখতে চাই। ’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভির হায়দার চৌধুরী, রবি’র চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ, রবি’র ভাইস প্রেসিডেন্ট ( ব্র্যান্ড অ্যান্ড কমার্শিয়াল কমিউনিকেশন) খন্দকার আশরাফুল হক ও রিজ ইভেন্টসের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান বিন ফারুক।

উল্লেখ্য, আগামি ৮ জুন একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি। এরপর ১৮, ২১ ও ২৪ জুন সিরিজের ওয়ানডে ম্যাচগুলো মাঠে গড়াবে। দিবা-রাত্রির সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

গত ২১ মে দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সরশিপ কিনে নেয় মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। চুক্তি অনুযায়ী আগামী দুই বছর বাংলাদেশ জাতীয় দল, নারী ক্রিকেট দল, অনূর্ধ্ব-১৯ দল ও বাংলাদেশ ‘এ’ দলের পৃষ্ঠপোষক হিসেবে থাকবে রবি।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ০২ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।