ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের ফিল্ডিং অনুশীলন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুন ২, ২০১৫
টাইগারদের ফিল্ডিং অনুশীলন ছবি: শোয়েব মিথুুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারত সিরিজকে সামনে রেখে গত তিনদিন ব্যাটিং-বোলিংয়ের স্কিল অনুশীলনের পর আজ মঙ্গলবার (০২ জুন) শুধু ফিল্ডিং অনুশীলন করেছে বাংলাদেশ দল। সকাল সাড়ে এগারটা থেকে দুপুর দেড়টা অবধি ফিল্ডিং অনুশীন করেন মাশরাফি-মাহমুদুল্লাহ-তাইজুল-তাসকিন-সাব্বিররা।



তবে এ দিন ফিল্ডিং অনুশীলন করেননি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়নের সঙ্গে প্রায় এক ঘন্টা রানিং করেছেন মুশফিক।

ফিল্ডিং অনুশীলনে নামার আগে কিছুক্ষণ ফুটবল খেলে ওয়ার্মআপ সেরে নেন ক্রিকেটাররা। এরপর দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের অধীনে দুই গ্রুপে ভাগ হয়ে ফিল্ডিং অনুশীলন করেন প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। ফিল্ডিংয়ের পাশাপাশি শর্ট থ্রোয়িং অনুশীলন করেছেন ক্রিকেটাররা।

ভারত সিরিজের জন্য আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হওয়ার পর প্রথমবারের মতো আজ অনুশীলনে যোগ দিয়েছেন জাতীয় দলের বোলিং কোচ হিথ স্ট্রিক।

আগামিকাল (০৩ জুন) দুপুর ০২:৩০ মিনিট থেকে মিরপুর একাডেমির জিমনেসিয়ামে স্ট্রেন্থ ট্রেনিং করবে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ০২ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।