ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

গেইলের ছক্কায় ‘বল আর বুলক’ পড়ল নদীতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জুন ২, ২০১৫
গেইলের ছক্কায় ‘বল আর বুলক’ পড়ল নদীতে ছবি: সংগৃহীত

ঢাকা: গত রোববার ক্যারিবীয়ান ব্যাটসম্যান ক্রিস গেইলের বিধ্বংসী রুপ আরো একবার দেখেছে ক্রিকেট বিশ্ব। ইংলিশ কাউন্টি টি-২০ লিগে সমারসেটের হয়ে মাত্র ৬২ বলে ১৫১ রানের এক দানবীয় ইনিংস খেলেন।

কেন্টের বিপক্ষে এ ম্যাচে ১০ চারের পাশাপাশি ১৫টি বিশাল ছক্কা হাঁকান এ বাঁহাতি।

২২৮ রানের টার্গেটে ব্যাট করতে নামা সমারসেট শেষ পর্যন্ত তিন রানে হারলেও গেইল ছিলেন অপরাজিত। আর ইনিংসের শেষ বলে গেইল যে বিশাল ছক্কাটি হাঁকিয়েছেন সেটি ছিল ম্যাচের সবচেয়ে দুর্দান্ত মুহূর্তটি। কারণ টাউনটনে হওয়া এ ম্যাচটির শেষ বল সোজা গিয়ে পড়ে স্টেডিয়ামের বাইরে একটি নদীতে।

এদিকে গেইলের এক ভক্ত অবশ্য বলটিকে হাতছাড়া করলেন না। মার্টিন বুলক নামের সেই ভক্ত হিমশীতল নদীর পানিতে ঝাপিয়ে বলটি নিয়ে আসেন। পরে গেইলের সঙ্গে একই ফ্রেমে ছবিও তোলেন তিনি। সঙ্গে বলটিতে ক্যারিবীয় তারকার একটি অটোগ্রাফ নেন বুলক।

ভিডিও:


বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুন ০২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।