ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

এক বেলা অনুশীলন করেই টেস্ট খেলবে ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জুন ৩, ২০১৫
এক বেলা অনুশীলন করেই টেস্ট খেলবে ভারত

ঢাকা: আগামি ৭ জুন ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা থাকলেও তা একদিন পিছিয়ে (৮ জুন) নেওয়ায় অনুশীলন করার তেমন সুযোগ পাচ্ছে না তারা। বাংলাদেশের মাটি, হাওয়া-বাতাসে এক বেলা অনুশীলন করেই ফতুল্লায় টেস্ট ম্যাচ খেলতে নামতে হবে বিরাট কোহলির দলকে।



৮ জুন সকাল ৯.১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ভারতীয় ক্রিকেট দল। এরপর সরাসরি তারা চলে যাবে টিম হোটেল সোনারগাঁয়ে। সেখানে পুরো দিন বিশ্রামে কাটাবে সফরকারীরা। পর দিন (৯ জুন) মিরপুর একাডেমি মাঠে দুপুর আড়াইটা থেকে সাড়ে পাঁচটা অবধি অনুশীলন করবে রোহিত-রাহানে-হরভজন-অশ্বিনরা।

আগামি ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। খেলা শুরু হবে সকাল ১০টায়।

পূর্ন শক্তির ভারতীয় দলের সঙ্গে এবার বাড়তি শক্তি হিসেবে যোগ হয়েছে হরভজন সিং। দুই বছর পর ভারতীয় দলে ঢুকেছেন এই অফস্পিনার।

ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, কেএল রাহুল, চেতশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান শাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, করণ শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুণ অরুণ ও ইশান্ত শর্মা।  

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ০৩ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।