ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

জাতীয় মহিলা ক্রিকেট লিগ শুরু বৃহস্পতিবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জুন ৩, ২০১৫
জাতীয় মহিলা ক্রিকেট লিগ শুরু বৃহস্পতিবার

ঢাকা: জাতীয় মহিলা ক্রিকেট লিগের (টি-টোয়েন্টি) সপ্তম আসর বৃহস্পতিবার (০৪ জুন) থেকে শুরু হচ্ছে। প্রথম দিনে তিনটি ম্যাচ মাঠে গড়াবে।

ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় খুলনা বিভাগের মুখোমুখি হবে চট্টগ্রাম বিভাগ। এরপর দুপুর দেড়টায় একই মাঠে মুখোমুখি হবে বরিশাল ও ঢাকা।

দিনের অপর ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে খেলবে সিলেট বিভাগ। সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ঢাকার দুইটি ভেন্যুতেই অনুষ্ঠিত হবে লিগের সবগুলো ম্যাচ। আগামি ২০ জুন জাতীয় মহিলা ক্রিকেট লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

অংশগ্রহনকারী দলগুলো হলো: খুলনা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ, সিলেট বিভাগ, রংপুর বিভাগ, বরিশাল বিভাগ ও রাজশাহী বিভাগ।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ০৩ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।