ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে টাইগারদের স্কোয়াড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জুন ৩, ২০১৫
ভারতের বিপক্ষে টাইগারদের স্কোয়াড (ফাইল ফটো)

ঢাকা: পাঁচ বছর পর ১০ জুন ভারতের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটির জন্য ২৩ জনের প্রাথমিক দল থেকে বুধবার (০৩ জুন) ১৪ সদস্যের চূড়ান্ত টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।



একমাত্র টেস্টে অধিনায়ক মুশফিকুর রহিমের পাশাপাশি সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, সৌম্য সরকার, তাইজুল ইসলাম নিয়মিতভাবেই টেস্ট স্কোয়াডে থেকেছেন।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দলে থেকেও অভিষেক হয়নি লিটন কুমার দাসের। তাই এবার ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে অভিষেক হতে পারে ডানহাতি এ উইকেটরক্ষক ব্যাটসম্যানের।

স্পিনার তাইজুলের সঙ্গে স্পেশালিস্ট স্পিনার হিসেবে থাকবেন লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে থাকলেও ইনজুরির কারণে খেলা হয়নি লেগস্পিনার লিখনের।

পাকিস্তানের বিপক্ষে ইনজুরির কারণে ছিটকে যাওয়া রুবেল হোসেন দ্বিতীয় টেস্টে না থাকলেও ভারতের বিপক্ষে ফিরেছেন। এছাড়া ডানহাতি পেসার আবুল হাসান রাজুও সুযোগ পেয়েছেন দলে। তিনি ঘরোয়া লিগে বেশ ভালো করেছেন।

ভারতীয় ক্রিকেট দল এরই মধ্যে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে। টাইগারদের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়ে সফরে আসছে ভারত।

টাইগারদের  টেস্ট দল: মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, শুভাগত  হোম  চৌধুরী,  সৌম্য সরকার, তাইজুল ইসলাম, জুবায়ের  হোসেন লিখন, রুবেল  হোসেন, মোহাম্মদ শহীদ ও আবুল হাসান রাজু।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ০৩ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।