ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের সহজেই হারালো অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জুন ৬, ২০১৫
ক্যারিবীয়দের সহজেই হারালো অজিরা ছবি: সংগৃহীত

ঢাকা: দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ডোমিনিকায় সফরকারী অজিরা ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টেস্টের তৃতীয় দিনেই ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে।



প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হওয়া স্বাগতিক ক্যারিবীয়রা অস্ট্রেলিয়ার সামনে মাত্র ৪৭ রানের টার্গেট দেয়। এক উইকেট হারিয়ে দুই দিন বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় মাইকেল ক্লার্ক বাহিনী।

ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে করে মাত্র ১৪৮ রান। জবাবে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অভিষিক্ত অ্যাডাম ভোজেসের অপরাজিত ১৩০ রানে ভর করে তোলে ৩১৮ রান।

দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা অলআউট হওয়ার আগে ২১৬ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান আসে মিডলঅর্ডারে নামা মারলন স্যামুয়েলসের ব্যাট থেকে। এছাড়া ৭০ রান করেন ডউরিচ। অজিদের হয়ে চারটি উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। আর দুটি করে উইকেট পান মিচেল জনসন, জোস হ্যাজেলউড এবং নাথান লিওন।

৪৭ রানের সহজ টার্গেটে নেমে মাত্র ৫ ওভার ব্যাট করেই জয় তুলে নেয় অজিরা। ডেভিড ওয়ার্নার ২৮ রান করে বিদায় নিলেও শন মার্শ আর স্টিভেন স্মিথ দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ম্যাচ সেরার পুরস্কার উঠে ভোজেসের হাতে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ০৬ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।