ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

আবারো ম্যানেজার হলেন সুজন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জুন ৬, ২০১৫
আবারো ম্যানেজার হলেন সুজন খালেদ মাহমুদ সুজন

ঢাকা: বেশ কিছুদিন থেকে শোনা যাচ্ছিল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজারের পদে থাকছেন না খালেদ মাহমুদ সুজন। তবে বিসিবির প্রধাণ নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর অনুরোধে আসন্ন ভারত সিরিজের জন্য বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব নিয়েছেন সুজন।



শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে কাজও শুরু করেছেন সাবেক এই ক্রিকেটার। দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে  শনিবার সকালে ম্যানেজার হিসেবে মিটিংয়েও অংশ নেন খালেদ মাহমুদ সুজন। দুপুরে সংবাদ মাধ্যামের কাছে সুজন নিজেই এ কথা জানান।

এর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের জন্য বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েছিলেন খালেদ মাহমুদ সুজন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ০৬ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।