ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ফিল্ডিংয়ে বাংলাদেশকে এগিয়ে রাখলেন সুজন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জুন ৬, ২০১৫
ফিল্ডিংয়ে বাংলাদেশকে এগিয়ে রাখলেন সুজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ভারত সিরিজ শুরু হতে বাকি মাত্র ৩ দিন। আগামি ১০ জুন ফতুল্লায় শুরু সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ।

এর পর মিরপুরে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আসন্ন সিরিজ শুরুর আগে আশার কথাই শোনালেন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশকে তিনি ফিল্ডিংয়ে ভারতের চেয়ে এগিয়ে রাখলেন। ব্যাটিং-বোলিংয়ের শক্তিতেও খুব বেশি পার্থক্য দেখছেন না সাবেক এই অধিনায়ক।

শনিবার দুপুরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন সুজন। এ সময় তিনি বলেন, ‘আসন্ন সিরিজে শক্তির মাপকাঠিতে ফিল্ডিংয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ। আমার মনে হয় না ব্যাটিং-বোলিংয়েও খুব বেশি এগিয়ে থাকবে ভারত। ওদের ক্রিকেট ইতিহাস অনেক দিনের। এই দিক থেকে ওরা (ভারত) এগিয়ে। ’

ম্যানেজার হিসেবে দলের কাছে প্রত্যাশা নিয়ে সুজন বলেন, ‘আমি চাইবো বাংলাদেশ ভালো ক্রিকেট খেলুক। টেস্ট ম্যাচটা ড্র করতে পারলেই খুশি হবো। বাংলাদেশ যদি নিজেদের মেলে ধরতে পারে, তাহলে সেটা সহজেই সম্ভব। ভালো ক্রিকেট খেলে ড্র করতে পারলেও অনেক সময় জয়ের মতো আনন্দ পাওয়া যায়। ’

আগামিকাল (৭ জুন) থেকে ম্যাচ শুরুর আগ পর্যন্ত বাংলাদেশ দল অনুশীলন করবে ম্যাচের ভেন্যু ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। এই মাঠে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ দলের। বর্তমান দলে থাকা কোনো ক্রিকেটারেরই এই ভেন্যুতে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। থাকারও কথা নয়। কারন এ মাঠে বাংলাদেশ খেলেছে একটি মাত্র টেস্ট; তাও ৯ বছর আগে।  

এই অবস্থায় বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প আরো আগেই ফতুল্লায় নেওয়া গেলে ভালো হতো কী না-এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘সেটা করা গেলে ভালো হতো। আমার মনে হয় মাঠটা রেডি করতে সময় লেগেছে। ঘরোয়া ক্রিকেটের প্রচুর খেলা ওখানে অনুষ্ঠিত হয়। টেস্ট ম্যাচের জন্য মাঠের সংস্কার কাজে হয়তো সময় লাগছে। তিন দিন ওখানে অনুশীলন খারাপ হবে না বাংলাদেশের জন্য। ’

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।