ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্টের আগে মিরপুরে শেষ দিনের অনুশীলন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুন ৬, ২০১৫
টেস্টের আগে মিরপুরে শেষ দিনের অনুশীলন ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারত সিরিজ শুরু হচ্ছে টেস্ট ম্যাচ দিয়ে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু ১০ জুন।

মাঠের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে আগামিকাল (৭ জুন) থেকে ম্যাচ শুরুর আগ পর্যন্ত বাংলাদেশ দল অনুশীলন করবে ম্যাচের ভেন্যু  ফতুল্লায়। রোববার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে ব্যাট-বলের অনুশীলন।

ফতুল্লায় যাওয়ার আগে শনিবার মিরপুর একাডেমির জিমনেশিয়ামে ফিটনেস ট্রেনিংয়ে অংশ নেয় বাংলাদেশ দল। জিমে দারুণ সময় কাঁটিয়েছেন ক্রিকেটাররা। ফিটনেস অনুশীলনে অংশ নেন টেস্ট দলে থাকা সকল ক্রিকেটার।

এ সময় কয়েক ধাপে স্ট্রেন্থ প্রোগ্রামে অংশ নেন ক্রিকেটাররা। ‍ফিটনেস কার্যক্রমের মধ্যে ছিল বাই-সাইক্লেয়িং, সফট টিস্যু মোবালাইজেশন উইথ রোলার, আপার বডি স্ট্রেন্থ ও লোয়ার বডি স্ট্রেন্থ।

স্ট্রেন্থ অনুশীলন তদারকি করেন জাতীয় দলের ফিটনেস ট্রেনার জাহিদুল ইসলাম খোকন।

অনুশীলন শেষে টিম মিটিংয়ে যোগ দেন ক্রিকেটাররা। টেস্ট দলে থাকা সকল ক্রিকেটার, কোচিং স্টাফ ও দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন মিলে ভারত সিরিজে পরিকল্পনা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।