ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

রংপুর রাইডার্সের সাবেক ক্রিকেটার কিউই বোলিং কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জুন ৭, ২০১৫
রংপুর রাইডার্সের সাবেক ক্রিকেটার কিউই বোলিং কোচ দিমিত্রি মাসকারেনহাস

ঢাকা: নিউজিল্যান্ড ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে পুরোপুরি নিয়োগ পেলেন রংপুর রাইডার্সের হয়ে খেলা ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার দিমিত্রি মাসকারেনহাস। এর আগে কিউইদের ইংলিশ সফরে দলের অন্তবর্তী কোচ হিসেবে রাখা হয়েছিল তাকে।

ঘরের মাঠে বিশ্বকাপ শেষ হওয়ার পর বোলিং কোচ শেন বন্ড নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।

৩৭ বছর বয়স্ক মাসকারেনহাস নিউজিল্যান্ডের সঙ্গে দু’বছরের চুক্তি করেছেন। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ জিতে টেস্ট সিরিজে ১-১ ড্র করায় পুরোপুরি নিয়োগ পান তিনি।

মাসকারেনহাস ইংল্যান্ডের হয়ে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটেই তিনি বেশি সফল। তিনি কিংস ইলিভেন পাঞ্জাব, রাজস্থান রয়েলস, রংপুর রাইডার্স, মেলবোর্ন স্টারর্স, হোবার্ট হ্যারিকেন্স, হ্যাম্পশায়ার ও ওটাগোর মত বড় দলগুলোতে খেলেছেন।

সর্বশেষ তিনি নিউজিল্যান্ডের ঘরোয়া দল ওটাগো ভোল্টাজের হয়ে বোলিং কোচের দায়িত্বে ছিলেন। তার ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারে তিনি ১০ হাজারের উপর রান ও ৯০০’র উপর উইকেট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।