ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফরের পর শাস্ত্রির ভবিষ্যৎ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জুন ৭, ২০১৫
বাংলাদেশ সফরের পর শাস্ত্রির ভবিষ্যৎ

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে আসন্ন পূর্ণাঙ্গ সফরে ভারত ক্রিকেট দলের অন্তবর্তীকালীন ডিরেক্টর হিসেবে রাখা হয়েছে রবি শাস্ত্রিকে। তবে জাতীয় দলে তার ভবিষ্যৎ সম্পর্কে বাংলাদেশ সফরের পরই বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন রবি।



ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে শাস্ত্রি বলেন, ‘হ্যাঁ, বাংলাদেশ সফরই আমার বর্তমান কাজ। আর সফর শেষে আমি বোর্ডের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করব। আসলে আমি আগে কিছু ভেবে রাখছি না। আমার ভাবনায় এখন শুধুমাত্র বাংলাদেশ সফর। ’

এদিকে ভারতের হয়ে ৮০ টেস্ট ও ১৫০ ওডিআই খেলা রবিকে ডিরেক্টর হিসেবে পেয়ে দলকে আত্মবিশ্বাসী ভাবছেন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি।

এ প্রসঙ্গে রবি বলেন, ‘আসলে বিরাট যা বলেছে তা শুনতে ভালো লাগছে। তবে আমি দলের সকল কোচিং স্টাফদের প্রশংসা করছি। কোচিং বেঞ্চে আমরা সবাই অভিজ্ঞ। আমরা দলটিকে বাংলাদেশ সফরে ভালো করার জন্য চেষ্টা করব। ’

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।