ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় নেমেই অনুশীলন করতে চায় ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জুন ৭, ২০১৫
ঢাকায় নেমেই অনুশীলন করতে চায় ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সোমবার (০৮ জুন) ঢাকায় আসছে ভারতীয় ক্রিকেট দল। কলকাতা থেকে জেট এয়ারওয়েজের বিমানে চড়ে সোমবার সকাল ৯টা ১০ মিনিটে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে ভারতীয় টেস্ট দল।



বিমানবন্দর থেকে ভারতীয় টিম সরাসরি চলে যাবে হোটেল সোনারগাঁয়ে।

প্রাথমিক সূচি অনুযায়ী, ৮ জুন বিশ্রাম নিয়ে ৯ জুন অনুশীলন করার কথা ভারতীয় দলের। সফর সূচি অনুযায়ী একবেলা অনুশীলন করেই টেস্ট খেলতে নামার কথা ছিল কোহলিদের। কিন্তু সেই পরিকল্পনা থেকে সরে এসেছে ভারত। কোচ রবি শাস্ত্রীর নির্দেশে ঢাকায় নেমে সোমবার দুপুরের পর অনুশীলন করতে চায় ভারতীয় দল। বিসিবি’র কাছে অনুশীলনের সুযোগ চেয়েছে দলটি।

সোমবার দুপুর আড়াইটায় টেস্টের ভেন্যু ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুশীলন করার কথা বাংলাদেশ দলের। একই সময়ে ফতুল্লায় অনুশীলন করতে চায় ভারতও।

ম্যাচের ভেন্যু ফতুল্লায় আগামিকাল (৮ জুন) ভারতকে অনুশীলনের সুযোগ দেওয়া হবে কিনা-এ ব্যাপারে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি। রোববার বিকেলে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বাংলানিউজকে জানান, ‘এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত হলে সংবাদ মাধ্যমকে জানানো হবে। ’

আগামি ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি। এরপর ১৮, ২১ ও ২৪ জুন সিরিজের ওয়ানডে ম্যাচগুলো মাঠে গড়াবে। দিবা-রাত্রির সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ভারতের টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, করণ শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুণ অ্যারন ও ইশান্ত শর্মা।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ০৭ জুন ২০১৫
এসকে/এমআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।