ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

লিটনের ভাবনায় ‘ভালো পারফরম্যান্স’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জুন ৭, ২০১৫
লিটনের ভাবনায় ‘ভালো পারফরম্যান্স’ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গেল পাকিস্তান সিরিজেও ছিলেন দলে। তবে সেবার টেস্ট অভিষেক হয়নি উইকেটকিপার কাম ব্যাটসম্যান লিটন কুমার দাসের।

নির্বাচকরা আরেকটু সময় নিয়েই অভিষেক করাতে চেয়েছিলেন তাকে।

তবে বাংলাদেশের নিয়মিত উইকেটরক্ষক মুশফিকুর রহিমের আঙ্গুলের চোটের কারণে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে ২০ বছর বয়সী এই তরুণের।
 
রোববার (০৭ জুন) টেস্ট সিরিজের ভেন্যু ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন লিটন কুমার দাস।

অভিষেক ম্যাচে বড় কিছু করে দেখাতে চান সব ক্রিকেটারই। অভিষেকে লক্ষ্য কী-এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘স্বপ্নতো সব ক্রিকেটারেরই থাকে। আমি চেষ্টা করব আমার শতভাগ দেওয়ার। ভাল প্যারফরম্যান্সের চেয়ে বড় কোনো স্বপ্ন আর হতে পারে না। দল যেভাবে যে পজিশনে চাইবে, যতটুকু দরকার ততটুকুই দেওয়ার চেষ্টা করব। ’

টেস্ট ক্রিকেট সম্পর্কে মূল্যায়ন করতে বলা হলে তিনি বলেন, ‘ক্রিকেটের মূল খেলাটাই হচ্ছে টেস্ট ক্রিকেট। প্রত্যেকটা খেলোয়াড়ের স্বপ্ন থাকে টেস্ট ম্যাচ খেলার। ভারতের বিপক্ষে আমার অভিষেক হয়ে গেলে, অবশ্যই ভাগ্যবান মনে করব নিজেকে। টেস্ট মানেই ধৈর্যের খেলা। এর নামই তো টেস্ট, মানে পরীক্ষা। প্রত্যেক ক্রিকেটারকেই এখানে পরীক্ষা দিতে হবে। আমাকেও এখানে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষায় উর্ত্তীণ হতে হবে। ’

ভারতের বিপক্ষে আপনার অভিষেক হতে পারে, আপনি কতটা এক্সসাইটেড এ প্রশ্নে লিটন বলেন, ‘আসলে তেমন কোনো উত্তেজনা কাজ করছে না। মাঠে নামার সুযোগ পেলে অবশ্যই ভাগ্যবান মনে করব নিজেকে। কেননা, ভারত টেস্ট ৠাঙ্কিংয়ে ১ থেকে ৩ নাম্বারে থাকে সব সময়। তাদের (ভারত) বিপক্ষে অভিষেক হলে অনুভূতি ভিন্নই হবে। ’

দেশের বাইরে ও দেশের ভেতর কোনো রোল মডেল আছে কিনা, যাকে আপনি ফলো করেন-এ প্রশ্নে তিনি লিটন বলেন ‘সত্যি কথা বলতে, দেশের ভেতর আমি সেভাবে কাউকে ফলো করি না। তবে দেশের বাইরে মার্ক বাউচার ও মাইকেল ক্লার্ককে ফলো করি। ’

আগামি ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারত এক ম্যাচের টেস্ট সিরিজ। আর সে দিনটিতেই হয়েতো প্রথমবারের মতো টেস্ট ক্যাপ পড়বেন প্রিমিয়ার লিগ ও জাতীয় লিগে অসাধারণ পারফর্ম করা লিটন কুমার দাস।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ০৭ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।