ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ ভেন্যু ফতুল্লায় বাংলাদেশের অনুশীলন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জুন ৭, ২০১৫
ম্যাচ ভেন্যু ফতুল্লায় বাংলাদেশের অনুশীলন ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামি বুধবার (১০ জুন) শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার টেস্ট ম্যাচ। ম্যাচের ভেন্যু ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমবারের মতো আজ (রোববার, ০৭ জুন) ব্যাট-বলের অনুশীলন করেছে বাংলাদেশ।



দীর্ঘ ৯ বছর পর ফতু্ল্লায় গড়াচ্ছে টেস্ট ম্যাচ। ঘরোয়া লিগের অনেক ম্যাচ এখানে গড়ালেও মাঠের সঙ্গে খুব ভালো সখ্যতা গড়ে ওঠেনি জাতীয় দলের ক্রিকেটারদের।

তাইতো ম্যাচ শুরুর তিন দিন আগেই ফতুল্লায় ক্যাম্প গেড়েছে টাইগাররা। টিম হোটেল সোনারগাঁও থেকে রোববার সকাল ৯টায় ফতুল্লা পৌঁছে বাংলাদেশ দল। এরপর হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে ব্যাট-বলের স্কিল অনুশীলনে অংশ নেন ক্রিকেটাররা।

নেটে সাকিব আল হাসানের সঙ্গী হয়ে ব্যাটিং অনুশীলন করেছেন লিটন কুমার দাস। মুশফিক-তামিম-মুমিনুল-নাসির-সৌম্যরাও নেটে দীর্ঘসময় নক করেছেন। বোলিং অনুশীলন করেন দলের পেসার ও স্পিনাররা।

ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের সঙ্গে দীর্ঘ সময় উইকেট কিপিং নিয়ে কাজ করেন লিটন কুমার দাস। ভারতের বিপক্ষে উইকেট কিপিংয়ের দায়িত্বটা লিটনকেই নিতে হতে পারে। আর সেটা জেনেই কিপিং অনুশীলনে বেশ সিরিয়াস দেখা যায় তাকে। বোলিং মেশিন থেকে বের হয়ে আসা দ্রুত গতির বলগুলো ডানে-বাঁয়ে লাফিয়ে ধরতে হয়েছে লিটনকে। এ সময় লিটনের পাশে থেকে স্লিপ-ক্যাচিং অনুশীলন করেন ইমরুল কায়েস।

কোচিং স্টাফদের সঙ্গে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও অনুশীলন দেখভাল করেন। জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মাঠের ‍বাইরে থেকে দেখেছেন টাইগারদের অনুশীলন।

আগামিকাল (০৮ জুন) দুপুর আড়াইটা থেকে ফতু্ল্লায় দ্বিতীয় দিনের মতো অনুশীলন করবে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ০৭ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।