ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় টেস্টেও বাদ রজার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুন ১০, ২০১৫
দ্বিতীয় টেস্টেও বাদ রজার্স

ঢাকা: অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটসম্যান ক্রিস রজার্স ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও বাদ পড়লেন। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের আগে নেটে অনুশীলন করতে গিয়ে মাথায় আঘাত পান তিনি।



স্যাবেইনা পার্কে দ্বিতীয় টেস্টের আগে মঙ্গলবার (০৯ জুন) দলের অনুশীলনের সঙ্গে ছিলেন রজার্স। তবে দলের চিকিৎসক পিটার ব্রুকনার জানান, শতভাগ সুস্থ না হওয়ায় তাকে ম্যাচে নেওয়া যাচ্ছে না।

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের আগে দল গঠনে অবশ্য অজিদের খুব একটা সমস্যা হচ্ছে না। কারণ ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টে নয় উইকেটের সহজ জয় পায় মাইকেল ক্লার্ক বাহিনী। তাই ওপেনার হিসেবে শন মার্শকেই দেখা যেতে পারে। আর আগের ম্যাচের অভিষেক সেঞ্চুরি করা অ্যাডাম ভোজেস পাঁচ নম্বরেই ব্যাটিং করবেন।

এ সিরিজ শুরু হওয়ার আগে ৩৭ বছর বয়সী রজার্স জানিয়েছিলেন, এ সিরিজের পর অবসরে যাবেন। বৃহস্পতিবার (১১ জুন) কিংস্টনে দু’দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। সিরিজে ১-০তে এগিয়ে অজিরা।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।