ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ধোনিকে ম্যাচ রেফারির তলব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
ধোনিকে ম্যাচ রেফারির তলব ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের সঙ্গে ভারতের প্রথম ওয়ানডেতে চোখের সামনে পরাজয় দেখে অনেকটা মেজাজ হারিয়ে ফেলেছিলেন ‘মি. কুল’ নামে খ্যাত মহেন্দ্র সিং ধোনি!

ক্রিকেটীয় শিষ্টাচার বহির্ভূত বিষয়টি যেমন কোটি ক্রিকেটমোদীদের নজরে এসেছে, তেমনি দেরিতে হলেও ম্যাচ রেফারি এন্ড্রি পাইক্রফটের নজরে এসেছে। তাইতো শুক্রবার শুনানির জন্য ধোনিকে তলব করা হয়েছে।

 

বিষটি সম্পর্কে জানতে বাংলাদেশি পেসার মুস্তাফিজকেও শুনানিতে হাজির থাকতে বলা হয়েছে। বিকেলে এ বিষয়ে শুনানি হবে বলে জানা গেছে।

২৫তম ওভারের দ্বিতীয় বলে সিঙ্গেল রান নিতে দৌড়ানোর সময় মুস্তাফিজকে সজোরে ধাক্কা দেন ধোনি। এতে ক্রিজের বাইরে ছিটকে পড়েন মুস্তাফিজ। খানিক সময়ের জন্য ছিটকে পড়েন মাঠ থেকেও। তার পরিবর্তে ২৫তম ওভার শেষ করতে বল হাতে নিতে হয় নাসির হোসেনকে।

নাসিরের বোলিংয়ের সময় এবং ওভার শেষে বারবার মুস্তাফিজকে ধোনির ধাক্কা দেওয়ার দৃশ্যটি দেখানো হতে থাকে।

এতে স্পষ্ট বোঝা যায়, ভারতীয় দলপতি মেজাজ হারিয়ে আন্তর্জাতিক মাঠের একেবারে নবীন মুস্তাফিজকে সজোরে ইচ্ছাকৃতভাবেই ধাক্কা দেন। উল্টো আবার মুস্তাফিজের বিরুদ্ধে ক্রিজে হাঁটার অভিযোগ তোলেন আম্পায়ারের কাছে।

তবে সদ্য অভিষিক্ত মুস্তাফিজ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্রিকেটীয় শিষ্ঠাচারে ভাষায় বলেন, ভুলটা আমারই ছিল। আমিই সঠিক জায়গা দিয়ে হাঁটিনি। ওই ঘটনার পরই ব্যাপারটা ঠিক হয়ে গেছে। ধোনি আর আমি হাত মিলিয়ে নিয়েছি।

ম্যাচ পরবর্তি সংবাদ সম্মেলনেও উঠে আসে মুস্তাফিজকে ধাক্কা দেওয়ার বিষয়টি।

এ সময় ধোনি বলেন, ‘দু’জন দুই দিক থেকে আসছিলাম। আমি ভেবেছি মুস্তাফিজ জায়গা দেবে আর মুস্তাফিজ ভেবেছে আমি জায়গা দেব। আর তখনই ধাক্কাটা লেগে যায়। আমরা দু’জন কথা বলে তখনই ব্যাপারটা ঠিক করে নেই।   ব্যাপারটা দু’জনের জন্যই মজার এক অভিজ্ঞতা ছিল। ম্যাচের পরও মুস্তাফিজের সঙ্গে কথা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।