ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে স্টেইনের আধিপত্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জুন ৭, ২০১৫
টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে স্টেইনের আধিপত্য ডেল স্টেইন

ঢাকা: সর্বশেষ রিলায়েন্স আইসিসি প্লেয়ার র‌্যাংকিংয়ে টেস্ট বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকান পেস তারকা ৯০৫ রেটিং পয়েন্ট নিয়ে নিজের ‍অবস্থান অক্ষুন্ন রেখেছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের অভিজ্ঞ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন ৮২৪ রেটিং পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছেন।

ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শেষে দু’দলের তিনজন বোলার র‌্যাংকিংয়ে এগিয়েছেন। তিন দিনেই নিষ্পত্তি হওয়া ম্যাচটিতে অজিরা ৯ উইকেটের জয় পায়।

বিশ্বকাপের সেরা খেলোয়াড় অজি পেস‍ার মিচেল স্টার্ক পাঁচ ধাপ টপকে ক্যারিয়ার সর্বোচ্চ ২৫তম স্থানে উঠে এসেছেন। ২৫ বছর বয়সী এই বাঁহাতি বোলার ক্যারিবীয়দের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ৭৬ রানের বিনিময়ে ছয়টি উইকেট দখল করেন।

উঠতি অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজেলউড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডমিনিকা টেস্টের দুই ইনিংসে পাঁচ উইকেট লাভ করেন। এতেই ১২ ধাপ টপকে ক্যারিয়ার সেরা ৩১তম স্থানে জায়গা করে নিয়েছেন ২৪ বছর বয়সী এই ডানহাতি পেসার। ক্যারিবীয় লেগ স্পিনার দেবেন্দ্র বিশু অজিদের বিপক্ষে প্রথম ইনিংসে ছয়টি উইকেট দখল করেন। এরই সুবাধে ১০ ধাপ এগিয়ে স্বদেশী জেসন হোল্ডার (৫০) ও শেনন গ্যাব্রিয়েলকে (৫১) টপকে ৪৩তম স্থানে উঠে এসেছেন ২৯ বছর বয়সী এই বোলার।

র‌্যাংকিংয়ের শীর্ষ ১০ জন বোলারদের মধ্যে তেমন কোনো পরিবর্তন হয়নি। অস্ট্রেলিয়ার পেস বোলার রায়ান হ্যারিস ৮১৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। এর পরেই আছেন নিউজিল্যান্ডের বিধ্বংসী পেসার ট্রেন্ট বোল্ট (৮১৪)। আরেক অজি পেসার মিচেল জনসন ৮১০ রেটিং পয়েন্টে পাঁচ নম্বরে রয়েছেন। তিন পয়েন্ট পিঁছিয়ে থেকে তালিকার ছয় নম্বরে শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ।

শীর্ষ দশের অন্যান্যরা হলেন যথাক্রমে স্টুয়ার্ট ব্রড (৭৮২), ভারনন ফিল্যান্ডার (৭৮০), মরনে মরকেল (৭২৭) ও টিম সাউদি (৭১৩)।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার এক ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে দু’দলের বেশ কয়েকজন বোলারদের র‌্যাংকিংয়ে এগোনোর সুযোগ রয়েছে। স্কোয়াডে থাকা উভয় দলের মধ্যে সর্বোচ্চ ১৩তম স্থানে রয়েছেন ভারতীয় ড‍ানহাতি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এছাড়াও ইশান্ত শর্মা (১৯), উমেশ যাদব (৪৪) ও ভুবনেশ্বর কুমার ৪৮তম স্থানে রয়েছেন।

বাংলাদেশের হয়ে টেস্ট ও টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্ট বোলারদের মধ্যে ১৭ নম্বরে রয়েছেন। তাইজুল ইসলাম (৩৭) ও রুবেল হোসেন ৮৬তম অবস্থানে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।