ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা বাংলাদেশের ‘ব্রাডম্যান’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, জুন ৮, ২০১৫
উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা বাংলাদেশের ‘ব্রাডম্যান’ ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১২ সালের ৩০ নভেম্বর। এক সঙ্গে ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের চার ক্রিকেটারের অভিষেক ঘটে।

আবুল হাসান রাজু, এনামুল হক বিজয়, সোহাগ গাজী আর বাংলাদেশ ক্রিকেটের ‘বিস্ময় বালক’ মুমিনুল হক সৌরভ। এই সৌরভই দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও সমান ‘বিস্ময়’ ছড়িয়ে দিচ্ছেন।

ওয়ানডে অভিষেকে ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড, লেন্ডল সিমন্স, মারলন স্যামুয়েলসদের টাইগারদের কাছে হারতে দেখেছেন মুমিনুল। পরের বছর ঐতিহাসিক গলে টেস্টে অভিষেক ঘটে তার। ওয়ানডে অভিষেকে ব্যাট হাতে নামা না লাগলেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে নেমেই ৫৫ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন মুমিনুল।

এই মুমিনুল খুব কম সময়ের ব্যবধানে পেয়ে যান ‘বাংলাদেশের ব্রাডম্যান’ খেতাবটি। ক্রিকেটের বিস্ময় মানব এ টাইগার ব্যাটসম্যান এবার বাংলাদেশর ক্রিকেট বিজ্ঞাপনে নাম লেখালেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, টাইগারদের রান মেশিন মুশফিকুর রহিমের পর মুমিনুল বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

এ তালিকায় ২০১৩ সালে সাকিব, ২০১৪ সালে মুশফিক বর্ষসেরা হয়েছিলেন। এবার হলেন ২৩ বছর বয়সী মুমিনুল।

এশিয়ার ভেতরে মুমিনুল ছাড়াও তালিকায় নাম এসেছে ভারতের আজিঙ্কা রাহানে, ঋষি ধাওয়ান, নারী ক্রিকেটার মিথালি রাজ, পাকিস্তানের উমর আকমল ও লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথিউস।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ০৮ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।