ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

থাকছেন না সুজন, বিকল্প খুঁজছে বিসিবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুন ৮, ২০১৫
থাকছেন না সুজন, বিকল্প খুঁজছে বিসিবি খালেদ মাহমুদ সুজন

ঢাকা: জাতীয় দলের ম্যানেজার পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন খালেদ মাহমুদ সুজন। এজন্য জাতীয় দল পরিচালনার গুরুত্বপূর্ণ এ পদে বিকল্প খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তাই সোমবার (৮ জুন) দুপুরে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কার্যালয়ে বৈঠকও করেছে বিসিবির নির্বাহী কমিটি। তবে, তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

দুপুরে বিসিবির সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

ওই সূত্র জানায়, ‘পারিবারিক কারণ’ দেখিয়ে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে রোববার (৭ জুন) রাতে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর কাছে একটি ইমেইল পাঠান সুজন। একইসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান নাঈমুর রহমান দুর্জয়কেও সরে যাওয়ার কথা জানান জাতীয় দলের সাবেক এ অলরাউন্ডার।

বিসিবির ওই সূত্রটি জানায়, সুজনের এ ইমেইল পাঠানোর পর দুপুরে বিসিবি কার্যালয়ে জরুরি বৈঠকে বসে নির্বাহী কমিটি। এ নিয়ে বিস্তর আলাপ-আলোচনা হলেও এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে কিনা তা জানা যায়নি। তবে, বিসিবি তার বিকল্পই খুঁজছে। আর সেটা শিগগির জানা যেতে পারে।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের জন্য বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েছিলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। ওই বিশ্বকাপ চলাকালে জুয়ার আসরে যাওয়ায় সমালোচনার মুখেও পড়েন তিনি। ‍

তারপরও স্বপদে দায়িত্ব পালন করছিলেন সুজন। এমনকি ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ উপলক্ষে ফতুল্লায় জাতীয় দলের ক্রিকেটারদের প্রথম দিনের (৭ জুন) অনুশীলনেও উপস্থিত ছিলেন তিনি। এর মধ্যে দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে ম্যানেজার হিসেবে মিটিংয়েও অংশ নেন সুজন।   তবে, রোববার রাতে ওই ইমেইল পাঠানোর পর সোমবার অনুশীলনের দ্বিতীয় দিন তাকে সেখানে দেখা যায়নি।

মনে করা হচ্ছে, জাতীয় দলের ম্যানেজার পদে সুজনের পেছনে অপেক্ষাকৃত বেশি অর্থ ঢালা হচ্ছে উল্লেখ করে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুন ২০১৫/আপডেট ১৫২১ ঘণ্টা
এসকে/এমআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।