ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ভিলিয়ার্স তো সব ফরম্যাটেরই রাজা: মুমিনুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জুন ৮, ২০১৫
ভিলিয়ার্স তো সব ফরম্যাটেরই রাজা: মুমিনুল ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্যারিয়ারের শুরু থেকে টাইগার জার্সি গায়ে সৌরভ ছড়িয়ে যাচ্ছেন টেস্টে বাংলাদেশের টপঅর্ডারের আস্থার প্রতীক মুমিনুল হক। বিশ্বরেকর্ড থেকে মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে আছেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

ফতুল্লায় শুরু হওয়া ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে অর্ধশতক করলে টানা ১২ টেস্টে অর্ধশতকের রেকর্ড গড়ে উঠে যাবেন রেকর্ড বইয়ের চূড়ায়। একমাত্র এবি ডি ভিলিয়ার্সেরই আছে এই কীর্তি।
 
সোমবার (০৮ জুন) বিকেলে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন মুমিনুল। এত বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে থেকে টেস্ট সিরিজ নিয়ে কী ভাবছেন তিনি? উত্তরে মুমিনুল বলেন, ‘এবি ডি ভিলিয়ার্স তো সব ফরম্যাটেরই রাজা। আসলে এই রেকর্ড নিয়ে আমি ভাবছি না। ভালো খেলতে হবে, দেশের মানুষকে খুশি করতে হবে, এটাই আমার লক্ষ্য থাকে। ’
 
টেস্ট ৠাংকিংয়ে ভারত তিন নম্বর দল। বাংলাদেশের অবস্থান নয় নম্বরে। ভারতের মতো বড় একটি দলের বিপক্ষে এই ম্যাচটা নিয়ে আলাদা কোনো রোমাঞ্চ কাজ করছে কী না- এমন প্রশ্নে মুমিনুল বলেন, এই ম্যাচটিতে (আসন্ন টেস্ট ম্যাচ) বিশেষ কোনো কিছু মনে হচ্ছে না। অন্য ম্যাচের মতোই মনে হচ্ছে। সব ম্যাচেই লক্ষ্য থাকে ভালো খেলা। ’

ফতুল্লা স্টেডিয়ামে ২০০৯ সালে প্রথম ও সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সে ম্যাচে অংশ নেওয়া কোনো ক্রিকেটার নেই বর্তমান বাংলাদেশ দলে। সেক্ষেত্রে এখানকার উইকেট নিয়ে কোনো ধারণা আছে কী না-এমন প্রশ্নে মুমিনুল বলেন, উইকেট নিয়ে চিন্তা নেই। উইকেট দেখে মনে হলো কিছুটা স্লো হবে। ’ 

টেস্টে মুমিনুল বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ হলেও ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে দলে নিয়মিত নন। এ নিয়ে কোনো আক্ষেপ আছে কী না- এমন প্রশ্নে তিনি যোগ করেন, আসলে টেস্টে যদি নিজের ব্যাটিং গড় আরও বাড়াতে পারি তাহলে আমার মনে হয় ওয়ানডেতেও আমাকে বিবেচনা করা হবে।

ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে কেমন ফলাফল হলে খুশি হবেন- এ প্রশ্নে মুমিনুল জানান, টেস্ট ড্র হলেই আমি খুশি হবো।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ০৮ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।